বছর শেষে পথেও জারি শীতের দাপুটে ব্যাটিং
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বড়দিন পার করে নতুন বছরের জন্য দিন গুনছে আম বাঙালি। ইংরাজি নতুন বছরের আসা এখন শুধু ক’দিনের অপেক্ষা। বছরের শেষ প্রান্তে এসে দাপিয়ে ব্যাট শীতের।
শনিবার শহরের তাপমাত্রা ১২ ডিগ্রি থাকলেও রবিবার সকালে এই তাপমাত্রা ছিল ১১ ডিগ্রির মতো। পাশাপাশি, জেলাতেও তাপমাত্রা কমছে অনেকটাই।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, রবিবার শহরের তাপমাত্রা রয়েছে ১১.১ ডিগ্রি সেলসিয়াসের মতো। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ দাঁড়িয়েছে ৯৯ শতাংশ, এই পরিমাণ কমে দাঁড়িয়েছে ৩৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।
হাওয়া অফিস জানিয়েছে, এদিন সকালের দিকে কলকাতায় হাল্কা কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। আর তার সঙ্গেই বাড়ছে ঠান্ডা।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/5-district-presidents-of-bjp-changed-to-stop-sectarian-strife/
শুধু কলকাতা নয়, কলকাতার পাশাপাশি, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও বেশি ঠান্ডা অনুভূত হবে। বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, পুরুলিয়ায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এখানে তাপমাত্রা ৬-৭ ডিগ্রির আশেপাশে থাকতে পারে।
দক্ষিণবঙ্গের সব জেলাতে আগামী কয়েকদিন চলবে কনকনে ঠান্ডার স্পেল। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি নীচে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।
তবে সকালের দিকে কুয়াশা থাকলেও পরে তা কেটে গিয়ে রোদ উঠবে, ফলে তাপমাত্রা কমবে বেশ কিছুটাই। কিন্তু শীতের দিনে এই যে তাপমাত্রার হ্রাস তা স্বাভাবিক বলেই জানিয়েছে হাওয়া আগামী কয়েক দিন শীতের এই ফর্ম জারি থাকবে।