তপশিলি জাতি উপজাতি কাউন্সিলের প্রথম বৈঠকে উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মমতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তপশিলি জাতি-উপজাতিদের উন্নয়নে রাজ্য সরকার বদ্ধপরিকর বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। নবান্নে আজ নবগঠিত তপশিলি জাতি উপজাতি কাউন্সিলের প্রথম বৈঠকে তিনি জানান একথা।

বলেন, এ রাজ্যে প্রথম তপশিলি সম্প্রদায়ের উন্নয়নে আলাদা কাউন্সিল গঠন করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকার এই শ্রেণীর মানুষদের উন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। গত ১০ বছরে এই দপ্তরের বাজেট বরাদ্দ ছয় গুন বেড়েছে। নতুন চালু হওয়া রাজ্য সরকারের লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা তপশিলি জাতি ও উপজাতির মানুষেরা পাবেন বলে তিনি জানান।

স্বাধীন ভারতে বেনজির, কংগ্রেস-বাম আমলে হয়নি, টিএমসি জমানায় কেন বিষ খেলেন শিক্ষিকারা

তিনি আরো বলেন রাজ্য সরকার, ৭৩ লক্ষ তপশিলি পড়ুয়াকে বৃত্তি দিচ্ছে।৬ লক্ষ ২০ হাজার পড়ুয়াকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে। আগামী পাঁচ বছরে তাদের আদিবাসী-তপশিলি সম্প্রদায়ের জন্য কুড়ি লক্ষ পাকা বাড়ি তৈরি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ৪০ হাজার তপশিলি ব্যক্তি পেনশন পাচ্ছেন। বাবাসাহেব আম্বেদকরের নামে রাজ্যের প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও জানান গত ১০ বছরের রাজ্য সরকার মোট ১৭ লক্ষ ৩৫ হাজারের বেশি কাস্ট সার্টিফিকেট বিলি করেছে। কাস্ট সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়াকে আরও সহজ করা হচ্ছে বলে তিনি জানান।

সম্পর্কিত পোস্ট