অনিশ্চয়তার পেন্ডুলামে দুলছে অলিম্পিক
ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট নিয়ে ভয় প্রবল
দ্য কোয়ারি ডেস্ক: আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা ও জাপান অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের নিদ্রাহীন রাতগুলো যেন পার হতে চাইছেনা। সময় যত এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। জ্বলবে তো অলিম্পিক মশাল?
অলিম্পিক কর্মকর্তারা বিশ্বের শ্রেষ্ঠ উৎসবকে শুরু করতে মরিয়া। তাঁরা জানিয়েছেন, হবেই অলিম্পিক। করোনাভাইরাসের রক্তচক্ষু উপেক্ষা করা হবে। স্বাস্থ্যবিধির যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
অলিম্পিক শুরু শুক্রবার। আর বৃহস্পতিবার জাপান টাইমসের খবর, শুধু রাজধানী টোকিও শহরেই ১৮৩২ জন নতুন করোনা সংক্রমিত ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। এই সংখ্যা উদ্বেগজনক জানাচ্ছেন বিশেষজ্ঞরা। টোকিওর অবস্থা ক্রমে চিন্তার কারণ। আর এই শহরেই অনুষ্ঠান হতে চলেছে অলিম্পিক।
অলিম্পিক কর্তৃপক্ষ যদিও জানিয়েছেন, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালানো হবে ক্রীড়া অনুষ্ঠানের মশাল জ্বালানোর। তবে করোনা সংক্রমণের গতি বাড়তে থাকলে অলিম্পিক বাতিলও হতে পারে। মাঝে মাত্র ২৪ ঘণ্টা। এই চব্বিশটি ঘণ্টায় ঘড়ির পেন্ডুলামের মতো দুলছে অলিম্পিকের ভবিষ্যৎ।
সরকার কেন অলিম্পিক আয়োজন করল ? এই প্রশ্নে বিরোধীরা সংসদ ও বাইরে সরকারের প্রবল সালোচনা শুরু করেছেন। অভিযোগ, বিশ্বে দ্রুত ছড়াচ্ছে করোনার অতি সংক্রামক ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট বা ডেল্টা ভ্যারিয়েন্ট। বাইরে থেকে আসা ভিনদেশি হাজার হাজার প্রতিযোগীদের মধ্যে দিয়ে সংক্রমণের প্রবল আশঙ্কা রয়েছে।
এদিকে অলিম্পিক ভিলেজেও হানা দিয়েছে করোনা। বেশকিছু প্রতিযোগী ও তাদের কোচ কর্মকর্তা করোনা আক্রান্ত। এই সংক্রমণের হার বাড়ছে বলেই জানাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম।