ম্যাচ ড্র করে কামব্যাক এটিকে মোহনবাগানের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পরপর টানা তিনটে ম্যাচ জয়। এরপর জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচ হার। হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ ড্র করে কামব্যাকের চেষ্টা লোপেজ হাভাসের। ১-১ গোলে হায়দ্রাবাদের কাছে পয়েন্ট হারাতে হল সবুজ মেরুন শিবিরকে। ডিফেন্সের দিকে নজর দিতে গিয়েছে কিছুটা তাল কাটল রয় কৃষ্ণদের।

প্রথমার্ধে শুরু থেকে আক্রমণাত্মক ছিল রয় কৃষ্ণ-ইনম্যান-প্রবীররা। কিন্তু এদিন দুর্গ সামলে রেখেছিল হায়দ্রাবাদ। একাধিকবার গোলরক্ষক সুব্রত পালের কাছে পরাস্ত হতে হয়েছে তাঁদের। পাল্টা গোলের সুযোগ পেয়েও প্রথমার্ধে খাতা খুলতে পারেন নিজাম শহরের ফুটবল ক্লাবটি। গোলশূন্যতেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

আরও পড়ুনঃ ম্যাচ না জিতলেও খাতা খুলল এসসি ইস্টবেঙ্গল

দ্বিতীয়ার্ধে আক্রমণ বাড়াতে ডেভিড উইলিয়ামসকে ইনজেক্ট করলেন হাভাস। ফলও পেলেন। ৫৬ মিনিটের মাথায় একাই অনেকটা দৌড়ে গিয়ে দুই ডিফেন্ডারের মধ্যে গোল করেন মনবীর। যার অসামান্য পারফরম্যান্স ডার্বি ম্যাচেও দেখেছে ফুটবলপ্রেমীরা।

এগিয়ে থেকেও শেষ রক্ষা করতে পারলেন না সবুজ-মেরুন খেলোয়াড়রা। ৬৬ মিনিটের মাথায় পুজারিকে বক্সের মধ্যে ফেলে পেনাল্টি করে বসেন ম্যাচের নায়ক মনবীর। পেনাল্টি থেকে বুলেট শটে হায়দ্রাবাদকে এগিয়ে দেন জোয়াও ভিক্টর। টানটান ম্যাচে একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয় দু’পক্ষ।

জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচ হেরে এই মুহুর্তে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে এটিকে মোহনবাগান। তিনটি ড্র এবং একটি ম্যাচে জয়লাভ করে ৫ নম্বরে রয়েছে হায়দ্রাবাদ।

সম্পর্কিত পোস্ট