ত্রিপুরায় তালিবান কায়দায় তৃণমূলের উপর হামলা হবে: বিজেপি বিধায়কের হুমকি

BJP সমর্থকরা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের 'চামড়া গুটিয়ে নেব' বলেছে

দ্য কোয়ারি ডেস্ক: আগরতলা বিমান বন্দরে নামার পরেই পশ্চিমবঙ্গের টি়এমসি নেতা নেত্রীদের উপর হামলার নির্দেশ বিজেপি বিধায়কের। সেই হামলার পদ্ধতিও তিনি বলেছেন। বিধায়ক অরুনচন্দ্র ভৌমিকের হুমকি, তালিবানি কায়দায় হামলা করা হবে।

বিধায়কের হুমকি ঘিরে আগরতলার রাজনৈতিক মহল আলোড়িত। গত রবিবার আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালিবান জঙ্গি গোষ্ঠী। সেদেশে তীব্র আতঙ্ক। বিশ্বজোড়া চাঞ্চল্য।

তালিবান কায়দায় হামলার হুমকি দেওয়া বিজেপি বিধায়ক অরুনচন্দ্র ভৌমিককে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর। অরুণবাবু একজন আইনজীবী। তিনি কী করে এমন ‘তালিবানি’ হুমকি দিতে পারেন এ নিয়ে বিতর্ক চরমে।

সম্প্রতি বিজেপির সমর্থকরা বিরোধী নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে অশালীন মন্তব্য করে মিছিল থেকে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে বিজেপি সমর্থকরা বলছে, “মানিক সরকারের চামড়া গুটিয়ে নেব আমরা।”

ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার বিশ্ববন্ধু সেন বিরোধী দল সিপিআইএমের সরকারি কর্মচারী সংগঠনের সদস্যদের হাড় গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেন প্রকাশ্যে। বিজেপি সমর্থকদের হামলা চালানোর নির্দেশ দেন। এ নিয়ে বিস্তর বিতর্ক হচ্ছে। রাজ্য সরকারি কর্মীদের মধ্যে প্রবল ক্ষোভ ছড়াচ্ছে। এবার বিজেপি বিধায়ক অরুণচন্দ্র ভৌমিকের ‘তালিবানি হামলা’ ফতোয়ায় রাজনৈতিক মহল সরগরম।

বিধান অরুণচন্দ্র ভৌমিকের অভিযোগ, তৃণমূল কংগ্রেস ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করছে। তাদের রুখতে বিজেপি সমর্থকরা ঝাঁপিয়ে পড়ুন। তালিবানি কায়দায় হামলা হবে।

সম্প্রতি আগরতলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা হয়। এতে অভিযুক্ত বিজেপি। এছাড়া দক্ষিণ ত্রিপুরায় পশ্চিমবঙ্গের টিএমসি যুব নেতা নেত্রীরা আক্রান্ত হন। তাদের জামিন করাতে গিয়ে রাজ্য টিএমসি নেতা সুবল ভৌমিক আক্রান্ত হন।

টি়এমসির অভিযোগ, ত্রিপুরায় দলীয় সমর্থকদের বাড়ি বাড়ি হামলা চালাচ্ছে শাসক বিজেপি। অন্যদিকে প্রধান বিরোধী দল সিপিআইএমের অভিযোগ, গত বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্যে গণতন্ত্র নেই। সিপিআইএম নেতা কর্মীদের খুন করা হচ্ছে। সন্ত্রাস ছড়িয়ে রাজ্যে ভোট লুঠের চেষ্টা করছে বিজেপি। নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত।

সম্পর্কিত পোস্ট