ত্রিপুরায় পরপর হামলা, আগরতলা ও বিশালগড়ে সিপিআইএম অফিসে আগুন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  ত্রিপুরায় পরপর হামলা।  আগরতলা সিপিআইএম দফতরে হামলা
বিশালগড় সিপিআইএম অফিসে আগুন। আগরতলায় রাস্তায় বহু গাড়িতে আগুন।

এক সময়ের বাম দূর্গ এখন বিজেপির দখলে৷ সেই ত্রিপুরাতেই পুড়িয়ে দেওয়া হল সিপিএমের পার্টি অফিস৷ বৃহস্পতিবার বিকেলে দু-দুটি পার্টি অফিসে অগ্নিসংযোগ করা হয়৷ একটি ভানু স্মৃতি ভবনে৷ অপরটি দশরথ ভবনে৷

সিপিএমের অভিযোগ, বিজেপি আশ্রিত দুস্কৃতীরা তাদের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেয়৷ পাল্টা তোপ দেগেছে শাসক শিবিরও৷ তাদের অভিযোগ, পার্টি অফিস থেকে বোমাবাজি করা হচ্ছিল৷

রাজনৈতিক সন্ত্রাসs ত্রিপুরায় ক্রমশ পরিস্থিতিকে অস্থিরতার দিকে যাচ্ছে। বিজেপি ও সিপিএমের সংঘর্ষে উত্তেজনার পারদ প্রতিনিয়ত চড়ছে। আজ উদয়পুরে বামপন্থী ছাত্র যুব সংগঠনের সঙ্গে বিজেপি যুব মোর্চার সংঘর্ষে উত্তেজনা দেখা দেয়।

অভিযোগ এক যুব মোর্চার কর্মী সিপিএম কর্মীদের মারে গুরুতর আহত হয়েছেন। এরই পাল্টা বিজেপি যুব মোর্চার কর্মীরা বিধায়ক রতন ভৌমিকের গাড়ি ভেঙ্গে চুরমার করে দিয়েছে বলে খবর। শুধু তাই নয়, উদয়পুর জামতলায় সিপিএম পার্টি অফিসে হামলা করেছে বিজেপি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস এবং স্ট্যান্ড গ্রেনেড ছুড়েছে। এলাকায় বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুণরায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে আশঙ্কায় এলাকায় বিশাল ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট