কোভিড আক্রান্ত ব্যক্তির শেষকৃত্যের চেষ্টা, রণক্ষেত্র বাঁকুড়ার জয়পুর জঙ্গল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাতের অন্ধকারে কোভিড আক্রান্ত ব্যক্তির শেষকৃত্যের চেষ্টা। বুধবার মাঝরাতে রণক্ষেত্র আকার নিল বাঁকুড়ার জয়পুর জঙ্গল। জয়পুর থানার চেকপোস্টে পুলিশ জনতার খন্ডযুদ্ধে আহত কয়েকজন পুলিশ কর্মী।

সূত্রের খবর, কোভিড আক্রান্ত হয়ে ওন্দা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন ওই ব্যক্তি। বুধবার রাতের দিকে মারা যান তিনি।

নিয়মানুযায়ী, কোভিড আক্রান্ত আক্রান্ত কোনও ব্যক্তি মৃত্যুর পর বিশেষ পদ্ধতির মাধ্যমে তার সতকারের দায়িত্বভার গিয়ে পড়ে প্রশাসনের ওপর৷

অভিযোগ, রাতের অন্ধকারে মৃত ব্যক্তির সতকারের জন্য তার দেহ জঙ্গলে নিয়ে যায় পুলিশ। সেখানেই সন্দেহ জাগে এলাকাবাসীর।

ঘটনাস্থলে গিয়ে দেখেন কোভিড আক্রান্ত রোগীর সতকারের তোরজোর চলছে। তখনই আপত্তি জানান স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দাদের তরফে জানানো হয়েছে, ওই এলাকায় করোনা পজিটিভ ব্যক্তির মৃতদেহ সতকার করা হলে সেখান থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশী। তাই সেখানে সতকার করতে দিতে নারাজ তারা।

করোনায় আক্রান্ত রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান মোহন্ত নিত্য গোপাল দাস

এ নিয়ে শুরু হয় দু’পক্ষের মধ্যে বাগবিতন্ডা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ওপর ইট ছোড়া হয় বলে অভিযোগ। আহত কয়েকজন পুলিশ কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। পরে দীর্ঘ সময় ধরে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।

যদিও রাজ্যে এরকম ঘটনা নতুন কিছু নয়। নিয়মানুযায়ী কোভিড আক্রান্ত রোগীর মৃত্যুর পর স্বাস্থ্যবিধি এবং সমস্ত নিয়ম মেনেই রোগীর সতকারের দায়িত্বভার পড়ে প্রশাসনের ওপর।

রোগীর সতকারের কাজ মুলত লোকালয় থেকে দুরে করার কথা বলা হয়। যাতে কোনও ভাবেই সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়তে পারে।

কিন্তু সেই নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে চুপিসাড়ে এই কাজ করায় ফের কাঠগড়ায় পুলিশ।

সম্পর্কিত পোস্ট