স্কুলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলায় নারায়ণা স্কুলের ৪ শিক্ষককে সাসপেন্ড করল কর্তৃপক্ষ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লকডাউনে বিভিন্ন বেসরকারী স্কুল গুলিতে ফি বৃদ্ধির দাবিতে বারবার সরব হতে দেখা গিয়েছে অভিভাবকদের।
বারাসাতের নারায়ণা স্কুলে লকডাউন পরিস্থিতিতে স্কুলের শিক্ষক ও শিক্ষা কর্মীদের সিংহভাগ বেতন কেটে নেওয়ার প্রতিবাদে সম্প্রতি আন্দোলনে নেমেছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকার।
সেদিন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগরে দেন তারা। এমনকী বাঙালি বলে বঞ্চনারও অভিযোগ করেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়চড়ে বসেছে স্কুল কর্তৃপক্ষ। প্রকাশ্যে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তোলায় সাসপেন্ড করা হল ৪ জন শিক্ষককে।
কাজ হারিয়ে বাকি শিক্ষকরাও এই ৪ শিক্ষকের পাশে দাঁড়িয়ে আমরণ অনশনে বসেন স্কুলের গেটের সামনে।
শুক্রবার সকাল থেকেই দফায় দফায় তারা বিক্ষোভ ও প্রতিবাদ অবস্থান করতে থাকে। শনিবারও ব্যতিক্রম হল না তার।
“কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই…”
যদিও স্কুলের এই শিক্ষকদের সাসপেন্ড করা নিয়ে স্কুল কর্তৃপক্ষ মুখ খুলতে নারাজ। স্কুল কর্তৃপক্ষের দাবি তাঁরা যা করেছেন সব হায়ার অথরিটির নির্দেশেই করেছেন।
যদিও কেন্দ্র ও রাজ্য সরকারের নীতি অনুযায়ী এই করোনা পরিস্থিতিতে কারোর বেতন কাটা যাবে না এবং কাজ থেকে বহিষ্কার করা যাবে না।
তবে এদিন কার্যত উল্টো পথে হেঁটেই সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে ছাঁটাই করছেন শিক্ষক ও শিক্ষা কর্মীদের।