Ayodhya’s communication : ১০০ দিনে ১০০০! অযোধ্যার যোগাযোগ ব্যবস্থায় ঢালাও উন্নয়ন বরাদ্দ কেন্দ্রের

উন্নয়নে আগামী দিনে পথ দেখাবে অযোধ্যা।

Ther Quiry : Ayodhya’s communication  ১০০ দিনে ১০০০! অযোধ্যার যোগাযোগ ব্যবস্থায় ঢালাও উন্নয়ন বরাদ্দ কেন্দ্রের। অবাক হচ্ছেন ? কেন্দ্রের তরফে জানানো হয়েছে অযোধ্যার মন্দিরে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠার পর প্রথম একশো দিনে এক হাজারটি ট্রেন চালানো হবে। প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, গোটা উত্তর প্রদেশের উন্নয়নে আগামী দিনে পথ দেখাবে অযোধ্যা। রাম মন্দিরকে ঘিরে গোটা দেশে যা উন্মাদনা তৈরি হয়েছে, তাতে অযোধ্যা শহর বর্তমানে গোটা বিশ্বের অন্যতম পছন্দের ট্রাভেল ডেস্টিনেশন হিসেবে উঠে আসছে বলে দাবি কেন্দ্রের। সেই জন্য কোটি কোটি টাকা খরচ করে ঢালাও উন্নয়নের কাজও চালানো হচ্ছে অযোধ্যা শহরে।

Ayodhya’s communication : ১০০ দিনে ১০০০! অযোধ্যার যোগাযোগ ব্যবস্থায় ঢালাও উন্নয়ন বরাদ্দ কেন্দ্রের

আরও খবর- হোয়াটস অ্যাপ ফিচার এবার Google Maps-এ , অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর

কয়েকদিন বাদেই অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দিরের মেগা উদ্বোধন। তার আগে ঢেলে সাজানো হয়েছে মন্দির নগরী অযোধ্যাকে। কয়েকদিন আগেই রাম জন্মভূমি অযোধ্যায় গিয়ে নতুন বিমানবন্দর ও নবরূপে সজ্জিত রেল স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৈরি করে ফেলা হয়েছে মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দর। বছরে ৪০ লাখ বিমানযাত্রীকে পরিষেবা দেওয়ার ক্ষমতা রাখে এই অত্যাধুনিক বিমানবন্দর। রামতীর্থ অযোধ্যায় নবরূপে সজ্জিত অযোধ্যা ধাম স্টেশনকে ঐতিহ্য ও পরম্পরার সঙ্গে আধুনিকতার সুন্দর মিশেলে সাজিয়ে তোলা হয়েছে। রাম মন্দির উদ্বোধন হয়ে গেলে, অযোধ্যায় প্রচুর পুণ্যার্থীর ঢল নামবে বলে আশা করছে কেন্দ্র।

সম্পর্কিত পোস্ট