মঙ্গলেই লোকসভা পদ থেকে ইস্তফা দেবেন বাবুল সুপ্রিয়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ১৯ অক্টোবর লোকসভা পদ থেকে ইস্তফা দিতে চলেছেন সাংসদ বাবুল সুপ্রিয়। এর আগে একবার সময় চেয়ে স্পিকার ওম বিড়লার কাছে সময় চেয়েছিলেন তিনি। কিন্তু সেবার সময় মেলেনি। এবার ফের আবেদন করার পর মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ সময় দিয়েছে স্পিকার ওম বিড়লার অফিস।
২০১৯ সালে বিজেপির টিকিটে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন বাবুল। দীর্ঘ সময় নজর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেবিনেট মন্ত্রী ছিলেন তিনি। সম্প্রতি মন্ত্রীত্ব হারানোর পর শিবির বদল করে তৃণমূলে যোগ দেন বাবুল। পুরানো দলের সাংসদ পদ ধরে রাখলে তা অনৈতিক হবে। এমনটাও জানান তিনি।
কিছুদিন আগেই সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য স্পিকার ওম বিড়লার কাছে আবেদন জানান তিনি। তবুও স্পিকারের সচিবালয়ের তরফে জানানো হয় বাবুল সুপ্রিয় আবেদন জানাননি। এর পরে উপযুক্ত প্রমাণ স্যোশাল মাধ্যমে প্রকাশ্যে এনে যুক্তি খাড়া করেন বাবুল।
বাবুল ইস্তফা দিলে আসানসোল কেন্দ্রে হবে উপনির্বাচন। কারণ, লোকসভা নির্বাচন এখনও ৩ বছর বাকি। সেই কেন্দ্রে প্রার্থী পদের জন্য কাকে বেছে নেবে তৃণমূল? বিজেপি কী নিজেদের পুরাতন জমি ফিরে পাবে?