বিজেপির ফর্মেই খেলছেন বাবুল, পরপর দুদিন অমর্ত্যকে নিশানা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তিনি যে আর বিজেপিতে নেই তা কী ভুলে গিয়েছেন বাবুল সুপ্রিয়? নাকি মন্ত্রিসভায় জায়গা পেয়েই নিজের স্বরূপ দেখাতে শুরু করেছেন বালিগঞ্জের বিধায়ক! নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে তিনি যেভাবে পরপর দুদিন কটুক্তি করলেন তাতে এই প্রশ্ন ওঠা স্বাভাবিক।
দোষের মধ্যে অমর্ত্য সেন রাজ্য সরকারের দেওয়া পুরষ্কার প্রত্যাখ্যানের মাত্র সপ্তাহখানেকের মধ্যে সিপিএমের দেওয়া মুজফফর আহমেদ বিশেষ স্মৃতি পুরস্কার গ্রহণ করেছেন। তাতেই নব্য তৃণমূল হওয়া বাবুল সুপ্রিয় গিয়েছেন ক্ষেপে। শুক্রবার এই বিশ্ববন্দিত অর্থনীতিবিদকে ‘পর্যটক’ বলে কটাক্ষ করেন! ঘটনাচক্রে সদ্য বাবুল রাজ্যের পর্যটনমন্ত্রী হয়েছেন।
অমর্ত্য সেন বেশিরভাগ সময় নিজের পড়াশোনা ও অধ্যাপনার জন্য বিদেশে থাকলেও বাঙালির কাছে তিনি আজও ঘরের ছেলেই আছেন। তবে তাঁর অর্থনৈতিক দর্শন ও দক্ষিণপন্থা বিরোধী মনোভাব বিজেপির চক্ষুশূল। তাই বারবার গেরুয়া শিবির আক্রমণ করেছে তাঁকে।
শিণ্ডে হতে পারলেন না আরসিপি, বিহারে ক্ষমতা হারাচ্ছে বিজেপি?
দীর্ঘদিন সেই দলেই ছিলেন বাবুল। হয়তো দল বদলালেও পুরনো শিক্ষা ভুলতে পারেননি তিনি। তাই শুক্রবারের পর শনিবার অমর্ত্য সেনের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন। বললেন, রাজনীতির উর্ধ্বে উঠতে পারছেন না নোবেলজয়ী!
বাবুলের মনে অমর্ত্য সেন যে মাপের ব্যক্তিত্ব তাতে রাজনীতির উর্ধ্বে তাঁর ভূমিকা হওয়া উচিৎ, কিন্তু তিনি তা পারছেন না।
বাবুল হয়তো তাঁর মেধা দিয়ে বুঝতে পারছেন না যে অর্থনীতির সঙ্গে রাজনীতির যোগ অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। কোনও অর্থনীতিবিদই রাজনীতির উর্ধ্বে উঠতে পারেন না। তাছাড়া তাঁর বর্তমান দল তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অমর্ত্য সেনকে অত্যন্ত শ্রদ্ধা করেন। এই অবস্থায় বাবুল সুপ্রিয়র নোবেলজয়ীকে নিয়ে একের পর এক মন্তব্যে বিতর্ক তুঙ্গে উঠেছে।