খুলে গেল বাগবাজারে মায়ের বাড়ি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার মহালয়ার দিন সকাল থেকেই বাগবাজারের মায়ের বাড়ি খুলে দেওয়া হল ভক্তদের জন্য । লকডাউন এ দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল বাগবাজারের এই জনপ্রিয় স্থানটি।

মহালয়ার পুণ্য তিথিতে এবার ভক্তদের জন্য সুখবর । এদিন মায়ের বাড়ি খোলা হলেও, থাকছে কিছু বিধিনিষেধ। মায়ের বাড়িতে প্রবেশ করতে হলে দর্শনার্থীদের আসতে হবে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে দশটার মধ্যে। আর বিকেল বেলা চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকবে মায়ের বাড়ির দরজা।

এখানে প্রবেশ করতে হলে সকলের মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং অবশ্যই নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে । জ্বর-সর্দি-কাশি এই ধরনের কোনও উপসর্গ থাকলে মায়ের বাড়িতে প্রবেশেরঅনুমতি মিলবে না।

বৃদ্ধ-বৃদ্ধা এবং ১০ বছরের কম বয়স্ক বাচ্চাদের মায়ের বাড়িতে আসতে বারণ করা হয়েছে। মুহূর্তে কোন ফুল মিষ্টি নিয়েও প্রবেশ করা যাবে না। দাঁড়িয়ে মায়ের কাছে প্রণাম করতে হবে। বসে বা ষষ্ঠাঙ্গ হয়ে মায়ের মন্দিরে এই মুহূর্তে প্রণাম করা যাবে না।

প্রনামী দিতে হলে সরাসরি মায়ের প্রণামী বাক্সে টাকা দিতে হবে এবং মোবাইল পুরোপুরি অফ রাখতে হবে । বৃহস্পতিবার এই নিয়মগুলি নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বাগবাজার মায়ের বাড়ি তরফ থেকে।

সম্পর্কিত পোস্ট