তৃণমূলে যোগ দিলেন বাগদার বিধায়ক বিশ্বজিত দাস
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তৃণমূলে যোগ দিলেন বাগদার বিধায়ক বিশ্বজিত দাস। সোমবারই বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ বিজেপি ছেড়ে যোগ দেন তৃণমূলে। এবার কী সেই পথে হাঁটতে চলেছেন বাগদার বিশ্বজিৎও। সেই জল্পনা সকাল থেকেই অব্যাহত ছিল।
২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিশ্বজিৎ দাস। সূত্রের খবর, কোনও দিনই সেভাবে সখ্য হয়নি দলের মধ্যে। কিছু দিন ধরেই আবার তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে এই বিধায়কের। এই বারের বিধানসভা অধিবেশনের শেষ দিনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। বেশ কিছুক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।
এরপরই বাড়ে জল্পনা। তড়িঘড়ি ওই নেতার সঙ্গে বৈঠক করেন বিজেপির শীর্ষ নেতারা। যদিও তাতে লাভের লাভ কিছুই হয়নি বলে সূত্রে খবর। সোমবারই বিষ্ণুপুরের বিধায়ক যোগ দেন তৃণমূলে। এর ফলে বিজেপি বিধায়কের সংখ্যা কমে দাঁড়াল ৭১।
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে পূর্ব বর্ধমানে মৃত ১, গ্রেফতার খোকন দাস ঘনিষ্ঠ শিবশঙ্কর
নির্বাচনে বিজেপি জিতেছিল ৭৭ টি আসনে। এর মধ্যে কোচবিহারের নিশীথ প্রামাণিক এবং রানাঘাটের জগন্নাথ সরকার বিধায়ক পদ নেননি। কৃষ্ণনগরের মুকুল রায় এবং বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ দল ছেড়েছেন। এবার সেই পথে হাঁটলেন উত্তর ২৪ পরগনার বাগদার বিশ্বজিৎ দাস।