বাগদার সিন্দ্রানী পঞ্চায়েত তৃণমূলের দখলে, বিজেপির ২ সদস্য যোগ দিলেন তৃণমূলে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এবার আরও একটি পঞ্চায়েত বিজেপির থেকে ছিনিয়ে নিল তৃণমুল কংগ্রেস। বাগদার সিন্দ্রানী পঞ্চায়েতে এখন শাসকদলের দখলে ।

আজ উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের তিতুমীর হলে বিজেপির দুই সদস্য তৃণমুল কংগ্রেসে যোগ দেন। আর তার জেরেই বাগদা পুনঃরুদ্ধার শুরু এমনটাই দাবী করলেন তৃণমুলের জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

এদিন তিনি রীতিমত চ্যালেঞ্জের সুরে বলেন, এই জেলায় আগামী ৩১ শে ডিসেম্বরে মধ্যে বিজেপির দখলে থাকা সব পঞ্চায়েতেই ফের তৃণমূলের দখলে চলে আসবে। এইদিন স্বরুপনগরের বাগনানী পঞ্চায়েতের দুজন সদস্যও বিজেপি থেকে যোগ দেন তৃনমুল কংগ্রেসে।

ঘরে বসে হিংসা করলেই হবে না, কুলটি এসে দেখে যান আমজনতাকে কী উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী, বাবুলকে তোপ জিতেন্দ্র তেওয়ারির

পঞ্চায়েত নির্বাচনের দুই বছর অতিক্রান্ত। তারপরও আমডাঙ্গা পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত গুলি গঠন হয়নি। শুধুমাত্র হাইকোর্টে মামলার কারনে সমিতি ও পঞ্চায়েত গঠন করা যাচ্ছে না বলে এদিন দাবী করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

খাদ্য মন্ত্রী এদিন আমফান প্রসঙ্গে জানান আমফানের ক্ষতিপূরন পেতে নির্দিষ্ট ফর্ম পূরন করে বিডিও কাছে আবেদন করতে হবে। অন্যথায় কোন ক্ষতি পূরন পাওয়া যাবে না।

সম্পর্কিত পোস্ট