খারাপ আবহাওয়া, একের পর এক বাতিল উড়ান, বিপাকে যাত্রীরা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আবহাওয়া অনুকুলে না থাকায় লাগাতার উড়ান বাতিল। এতেই বিপাকে পড়েছেন যাত্রীরা। বৃহস্পতিবারও বাগডোগরা এয়ারপোর্টের বেশকিছু উড়ান বাতিল করা হয়েছে।

জানা গিয়েছে মেঘলা আবহওয়ার জন্য কর্তৃপক্ষ বাতিল করে দিয়েছে বেশ কয়েকটি উড়ান। কমে কম দূরত্ব হওয়ায় কলকাতাগামী সব বিমান অবশ্য চালানো হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

খারাপ আবহওয়ার জন্য কলকাতা থেকে বাইরের প্রায় বত্রিশটি উড়ান বাতিল করে দেওয়া হয়েছে বলে বাগডোগরা এয়ারপোর্ট সূত্রে জানা গেছে। যাত্রীর কথায়, আগের থেকে কাটা টিকিট হঠাৎ বাতিল হয়ে যাওয়াতে একটু সমস্যায় পড়ে গেছেন তারা।

বৃহস্পতিবার সকাল থেকেই ঘন কুয়াশার সাদা চাদরে মুড়ে গিয়েছে শহর শিলিগুড়ি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ঠান্ডার। শহরের রাস্তায়, অলিগলিতে আগুন পোহাতেও দেখা যায় অনেককে।

পৌষ সংক্রান্তির আগে-পরে জাঁকিয়ে শীত পড়ায় খুশি রাজ্যবাসী। সংক্রান্তির দুদিন আগে থেকে তাপমাত্রার পারদ কিছুটা করে নামতে শুরু করলেও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকেই কনকনে ঠান্ডার আমেজ দেখা যায় শিলিগুড়িতে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/corona-vaccine-has-reached-the-northbengal/

বুধবারও বাগডোগরা এয়ারপোর্টের তরফে উড়ান বাতিলের কথা জানানো হয়। এয়ারপোর্টে প্রচুর যাত্রীকে দেখা যায় বসে থাকতে। খারাপ আবহাওয়ার জেরে মঙ্গলবারও সকাল থেকে কোনও বিমান অবতরণ করতে পারেনি বাগডোগরা বিমানবন্দরে। এদিনের সবকটি বিমান বাতিল করা হয়।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যা থেকেই শিলিগুড়ি সহ বাগডোগরার বিস্তৃর্ণ এলাকা ঢেকে গিয়েছিল ঘন কুয়াশায়। মঙ্গলবার সকাল থেকে অবস্থার আরও অবনতি হতে থাকে। ভোর থেকেই বাগডোগরা বিমানবন্দর-সহ আশপাশের এলাকায় ঘন কুয়াশায় ঢেকে যায়।

সেই কারণেই বাতিল হয়ে যায় সমস্ত বিমান। অনেকেরই জরুরী কাজ থাকলেও ফিরতে পারেননি এমনটাই জানান যাত্রীরা। বিমান বাতিল হওয়ায় বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীর সফরও বাতিল করা হয় সোমবার।

সম্পর্কিত পোস্ট