বাংলার স্বার্থে কাজ করুন যুব সমাজকে বার্তা অভিষেকের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সংকটের মুহূর্তে বাংলার মানুষের পাশে দাঁড়াতে নয়া কর্মসূচির সূচনা করলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ফেসবুক লাইভে “বাংলার যুবশক্তি’ নামক অভিযানের ঘোষণা করেন। এই কর্মসূচিতে প্রাথমিকভাবে বাংলার ১ লক্ষ যুবককে নিয়ে করোনা ও আমফান বিরুদ্ধে লড়াই শুরু হবে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় আহ্বান জানান বাংলার সমস্ত যুবক ও যুবতীর কাছে, যাঁরা করোনা ভাইরাস এবং আমফান বিপর্যয় কাটিয়ে উঠতে প্রাণপন লড়াই করছেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, আমাদের সবার সম্মীলিত প্রচেষ্টা বাংলাকে জয়ী করবে। এই কর্মসূচির জন্য বাংলার যুবশক্তি ডট ইনে নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করা যাবে। ১৮ থেকে ৩৫ বছর যুবকেরা এর জন্য নাম লেখাতে পারেন।
NIRF : এক ধাপ এগিয়ে গেল রাজ্যের দুই বিশ্ববিদ্যালয়
মূলত রাজনীতি ধর্ম বর্ণের উর্দ্ধে উঠেই কাজ করবে এই যুব সমাজ। এই কর্মসূচির মূল লক্ষ্য বাংলার মঙ্গল সাধন।
এদিন এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, রাজনীতির জায়গায় রাজনীতি থাক। ভোটের সময় রাজনীতি নিয়ে ভাবা যাবে। তাঁর কথায়, ভোট আসবে যাবে, কেউ হারবে, কেউ জিতবে। এটাই আমাদের মহান গণতন্ত্রের ঐতিহ্য।
কিন্তু প্রাকৃতিক বিপর্যয় এবং করোনা বিধ্বস্ত বাংলার মানবিক পুনর্গঠনের কাজ শুরু করতে হবে এখনই। তাই রাজনীতি নয়, বরং যাঁরা নিজের এলাকা, ব্লক, গ্রাম, পাড়া কিংবা সামগ্রিকভাবে বাংলাকে করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী দেখতে চান, আমাদের সঙ্গে আসুন।
তাঁর কথায়, আসুন আমরা মাটির স্বার্থে লড়াই করি। সকলে মিলে চেষ্টা করলে বাংলার জয় নিশ্চিত।