উত্তপ্ত বাগনান, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবী তুলে সরব বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মেয়ের সম্মান বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে খুন হয়ে গেলেন মা। বাগনানের গোপালপুরের ঘটনা। নির্যাততা বাগনান কলেজের ছাত্রী বলে জানা গিয়েছে।

ঘটনায় দু’জনের নাম জড়িয়েছে।অভিযুক্তদের একজনের স্ত্রী পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যা বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এক অভিযুক্ত কুশ বেরাকে গ্রেফতার করেছে বাগনান থানার পুলিশ।

সুত্রের খবর, মঙ্গলবার রাতে বাড়ির ছাদে ছিলেন ওই কলেজ পড়ুয়া। সেইসময়ই ছাদে লুকিয়ে ছিল দুই দুষ্কৃতী। হঠাৎই কলেজ পড়ুয়ার ওপর চড়াও হয় তারা । মুখ, পা চেপে ধরে পড়ুয়ার শ্লীলতাহানির চেষ্টা করে।

ঘটনার সময় শৌচালয়ে যাচ্ছিলেন ওই কলেজ পড়ুয়ার মা। মেয়ের আওয়াজ শুনে বাঁচাতে ছুটে আসেন তিনি। অভিযোগ, মেয়ের চিৎকার শুনে ছুটে আসা মাত্রই তখন মায়ের ওপরেও হামলা করে দু’জন দুষ্কৃতি। ধাক্কা মেরে মাকে ছাদ থেকে ফেলে দেয়। পরে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

৩০ জুনের পর বাংলায় বাড়বে লকডাউনের মেয়াদ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

দুজনেই তৃণমূলের সক্রিয় কর্মী বলে জানা গিয়েছে। ঘটনা সামনে আসতেই তীব্র প্রতিবাদে সরব হয় বিজেপি । ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায় বিজেপি সমর্থকেরা। অবরোধে উপস্থিত হন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও লকেট চট্টোপাধ্যায়। বাগনান থানাতেও যান তাঁরা।

বিষয়টি নিয়ে ফোনে বাগনান বিধানসভার তৃণমূল বিধায়ক অরুণাভ সেনের সঙ্গে যোগাযোগ করে দ্য কোয়ারি। তিনি বলেন এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। পাশপাশি ঘটনায় দুই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছেন তিনি।নিরপেক্ষতা বজায় রেখেই পুলিশ তদন্ত করুক পুলিশ। আর্জি তৃণমূল বিধায়কের।

এই বিষয়ে সাংসদ সৌমিত্র খা  দ্যা কোয়ারিকে জানান, “মমতা ব্যানার্জী নারীদের সম্মান করতে জানেন না।”

মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবী তুলে সৌমিত্র বিজপি সাংসদ জানান, “অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। নাহলে ধর্মতলায় আমরা বৃহৎ আন্দোলনে নামব। “

সম্পর্কিত পোস্ট