Bagtui Massacre :বগটুইয়ে উদ্ধার হল জারভর্তি বোমা,আতঙ্কে গোটা গ্রাম
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বগটুই হত্যাকাণ্ডের ( Bagtui massacre ) ঘটনায় প্রায় রোজই কোনো-না-কোনো নতুন তথ্য সামনে উঠে আসছে। এই পরিস্থিতিতে বগটুই গ্রামে বোমা উদ্ধার কে কেন্দ্র করে নতুন আলোড়ন সৃষ্টি হল। সূত্রের খবর, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয় করার কাজ করছে বোম স্কোয়াডের লোক।
রামপুরহাটের এসডিপিও ধীমান মিত্রর অধীনে এখন বোমা নিষ্ক্রিয়করণের কাজ চলছে। স্থানীয় সূত্র জানাচ্ছে, ভাদু শেখের হত্যাকাণ্ডে পলাতক পলাশ শেখের বাড়ির পাশের এক পরিত্যক্ত জায়গা থেকে এক জার বোমা উদ্ধার করা হয়।
Mamata Banerjee -র ছবি বিকৃত করে Social Media তে পোস্ট, গ্রেফতার ২
Bagtui Massacre
রবিবার পুলিশের কাছে বোমা রাখার এই খবর পৌঁছায়। তারপর তারা খবর দেয় বোম ডিসপোজাল স্কোয়াডের (Bomb disposal squad) কাছে। এলাকাবাসীদের মতে যেখান থেকে বোমা উদ্ধার করা হয়েছে সেই জায়গা নজু শেখের। এই জায়গায় ইট-পাথর-জঙ্গলের স্তূপ সরিয়ে প্রথমে কিছুই পাওয়া যায়নি।
পরে দ্বিতীয়বার সন্ধান করা হলে মাটির নিচে রাখা কাঠের পাটাতন সরিয়ে উদ্ধার করা হয় জারভর্তি বোমা। তবে বিশেষজ্ঞমহল প্রশ্ন তুলছে, মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে পৌঁছান ২৩ শে মার্চ। তার থেকে মাত্র ২০০ মিটার দূরেই আজ বোমা উদ্ধার করা হল।
তবে কি পুলিশ তৎপর ছিল না? বিরোধী পক্ষ থেকে এমনকি বিশিষ্ট মহল থেকেও মুখ্যমন্ত্রী ওপর রামপুরহাট গণহত্যাকাণ্ড নিয়ে যথেষ্ট চাপ রয়েছে। এখন দেখার পালা বোমা উদ্ধারের এই ঘটনায় মুখ্যমন্ত্রী কী বলেন।