Bagtui Massacre : বগটুই হত্যাকাণ্ডে সিবিআই তলব করল নতুন এসডিপিও কে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বগটুই হত্যাকাণ্ডে( Bagtui Massacre )  প্রায় রোজই আসছে নতুন মোড়। ইতিমধ্যেই বগটুই হত্যাকাণ্ডে কর্তব্যে গাফিলতির জন্য এসডিপিও’র সায়ন আহমেদকে (Sayan Ahmed)অপসারণ করা হয়।

এতদিন ঘটনা পর্যবেক্ষণ করছিল রাজ্য সরকারের গঠন করা সিট। নবান্নের নির্দেশে সরিয়ে দেয়া হয়েছিল সায়ন আহমেদকে। তার পরিবর্তে এলেন ধীমান মিত্র(Dhiman Mitra)। তারপর থেকে বগটুই হত্যাকাণ্ডে নিয়ে বিভিন্ন মোড় এসেছে।

Bagtui Massacre

হাইকোর্টের নির্দেশে এখন তদন্ত করছে সিবিআই(Bagtui CBI)। সেই তদন্তকে ঘিরেই  বর্তমান এসডিপিও ধীমান মিত্রকে তলব করল সিবিআই। ২২ শে মার্চ বগটুই ঘটনায় পুলিশ প্রশাসন প্রায় নড়েচড়ে বসেছিল।

Bagtui Massacre

পুলিশের গাফিলতি মানুষের চোখ এড়িয়ে যায়নি। সেই দিনই যাবতীয় তদন্তের জন্য সিট গঠন করা হয়। এছাড়া রামপুরহাট থানার ওসি ত্রিদিব প্রামাণিককে বাতিল করা হয় এবং এসডিপিও সায়ন আহমেদকে অপসারণ করা হয়।

Jhalda Congress Councillor Murder : তপন কান্দু খুনে CBI তদন্তের নির্দেশ আদালতের

 সিবিআই আধিকারিকরা প্রায় চার ঘণ্টা ধরে এসডিপিও সায়ন আহমেদকে জেরা করেন। সিবিআই সূত্রের খবর তদন্তের ফলে কিছু নতুন তথ্য উঠে এসেছে। আরও কিছু নতুন তথ্য জানার জন্য বর্তমান এসডিপিও ধীমান মিত্রকে তলব করল সিবিআই।

অন্যদিকে সূত্রের খবর, বগটুই গ্রামের ঘরবাড়ি জ্বালাতে যে দাহ্য সমস্ত ব্যবহার করা হয়েছিল তা এসেছিল একটি টোটো তে করে। ঘটনার পরের দিন গ্রামবাসীরা সেই টোটো এবং একটি বাইক দেখতে পান।

এই তথ্যের ওপর ভিত্তি করে সে টোটো এবং বাইক বাজেয়াপ্ত করেছে সিবিআই। সোমবার সেসবের ফরেনসিক পরীক্ষা হবে। সিবিআই জানাচ্ছে যে, গাড়ির ভেতরে বসার আসন থেকে শুরু করে  ঘরের ভিতরে বিভিন্ন সামগ্রী তারা পরীক্ষা করে দেখবে। কোন অংশ তারা বাদ রাখবেন না।

সম্পর্কিত পোস্ট