Bagtui Massacre : বগটুই কাণ্ডে মৃতদেহের DNA পরীক্ষা, নির্দেশ CBI-র

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বগটুই হত্যাকাণ্ড ( Bagtui Massacre ) নিয়ে সিবিআই এর দিকে চেয়ে আছে গোটা রাজ্যবাসী। ইতিমধ্যে সিবিআই( Bagtui CBI ) নিহতের ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নিল। নিহতদের ডিএনএ নমুনা সংগ্রহ করে দিল্লির সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে ( CFSL-CBI) পাঠানো হবে।

সঙ্গে নিহতদের পরিবারকেও ডিএনএ (DNA) নমুনাও  সংগ্রহ করে একসাথে তা দিল্লীতে পাঠানো হবে। যেহেতু নিহতদের পরিবারের অভিযোগ ছিল আগুনে পুড়ে যাওয়া দেহগুলোকে শনাক্ত করার জন্য তাদের ডাকা হয়নি। তাই নিহতদের সঙ্গে তাদের পরিবারেরও ডিএনএ নমুনা মিলিয়ে দেখতে চায় কেন্দ্রীয় এজেন্সি।

খুনের হুমকি প্রধানমন্ত্রী Narendra Modi কে, NIA-র হাতে চাঞ্চল্যকর mail

Bagtui Massacre

অবশ্য মাঝে কানাঘুষো খবর শোনা যাচ্ছিল যে সিবিআই মৃতদেহগুলোকে কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়না তদন্ত করতে পারে। বগটুই ( Bagtui Massacre ) কাণ্ডে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ৯। এরমধ্যে ২১  মার্চ রাতে সোনা সেখের পুড়ে যাওয়া বাড়ি থেকে উদ্ধার হয় আরো ৭টি মৃতদেহ। তারপর থেকেই এই মৃতদেহগুলোর শনাক্তকরণ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই মৃতদেহের মধ্যেই নাজিমা বিবির দেহ শনাক্ত করেন তার স্বামী।

Bagtui Massacre

কেন্দ্রীয় এজেন্সির সাতদিনের প্রাথমিক তদন্তে জানতে পেরেছে প্রায় ৪০ জনের বাহিনী গ্রামের একেকটা বাড়িতে আগুন লাগিয়ে ছিল। অটোপ্সি রিপোর্টও বীভৎসভাবে মারার প্রমাণ দেয়। অন্যদিকে বগটুই কাণ্ডে অভিযুক্ত ৯ জনকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এজন্য সিবিআই রামপুরহাট আদালতে আবেদন জানাবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী পৌঁছন ২৪ মার্চ। ২৫ তারিখ কলকাতা হাইকোর্টে এই হত্যাকাণ্ডের তদন্তের ভার তুলে দেয় সিবিআইকে। হাইকোর্টের নির্দেশ ৭ এপ্রিলের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে। আপাতত সূত্রের খবর, নিহতদের ডিএনএ নমুনা রামপুরহাট মেডিক্যাল কলেজে (Rampurhat medical college) রাখা আছে।

সম্পর্কিত পোস্ট