Bagtui Massacre :বগটুই হত্যাকাণ্ড নিয়ে বিশিষ্ট মহলের খোলা চিঠি মুখ্যমন্ত্রীকে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গোটা রাজ্যে রামপুরহাট গণহত্যাকাণ্ড ( Bagtui Massacre ) এবং আনিস খানের(Anis Khan) খুন নিয়ে মানুষ এখনও উদ্বিগ্ন হয়ে রয়েছে। পাশাপাশি রয়েছে ঝালদা (Jhada) এবং পানিহাটি তৃণমূল কাউন্সিলর (Tmc Counclilor) এর খুনের ঘটনা। এই পরিস্থিতিতে রামপুরহাট (Rampurhat) গণহত্যাকাণ্ড নিয়ে মমতাকে চিঠি লিখলেন বিশিষ্টজনদের একাংশ।
চিঠি লেখা হয় শনিবার। সমাজের ২২ জন বিশিষ্ট ব্যক্তি এই চিঠিতে সই করেন। সই করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুমন মুখোপাধ্যায়, বোলান গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, অনুপম রায়, কৌশিক সেন, ধৃতিমান চট্টোপাধ্যায় সহ ২২ জন বিশিষ্ট ব্যক্তি ।
সম্প্রতি বাংলায় পূর্ব বর্ধমানের তুহিনা খানের (Tuhina khatun) আত্মহত্যা, আনিস খানের খুন, কিংবা এই বগটুই হত্যাকাণ্ডের বীভৎস ঘটনা নিয়ে বিশিষ্ট ব্যক্তিরা চিঠিতে তাদের দুশ্চিন্তা প্রকাশ করেছেন।
দুগ্ধ চাষীদের উৎসাহ দিতে বাড়ছে সরকারী ভাতা
চিঠিতে তারা লিখেছেন, “বিগত মার্চ মাসে ঘটে যাওয়া রামপুরহাটের ভয়াবহ ঘটনাকে যেকোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ পৈশাচিক ঘটনা বলেই আখ্যা দেবেন। আমরা তার ব্যতিক্রম নই।” মূলত মুখ্যমন্ত্রীর কাছে তাদের প্রশ্ন ছিল রাজ্যের পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর প্রথম থেকে ছিল না কেন।
Bagtui Massacre
বিজেপির নাম অপ্রকাশ্যে রেখে বিশিষ্ট ব্যক্তিরা ২০২১ এর নির্বাচনে ‘বিভাজন সৃষ্টিকারি’ দলকে রুখে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও মুখ্যমন্ত্রীকে তারা অনুরোধ করেছেন ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে যে হিংসার অভিযোগ উঠেছিল ২০২৩ এ নির্বাচনে তার পুনরাবৃত্তি যাতে না হয়।
যদিও পরবর্তীতে রাজ্য সরকারের অনুসন্ধান, তত্ত্বাবধান, এবং ক্ষতিপূরণ দানের প্রক্রিয়া নিয়ে তারা নিশ্চিন্তি প্রকাশ করেছেন। কিছু বিশেষজ্ঞ যেমন প্রকাশ্যে বগটুই হত্যাকান্ডের ঘটনার নিন্দা করছেন, তেমনই আবার বুদ্ধিজীবি মহলের বেশ কিছু ব্যক্তি কে এই ঘটনা নিয়ে এখনও মুখ খুলতে দেখা যায়নি।
তাদের মধ্যে কেউ কাজের ব্যস্ততা দেখিয়েছেন কিংবা কেউ বলেছেন এই ঘটনা নিয়ে নাকি তিনি অবগতই নন। তাদের বিরুদ্ধে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে সাধারণ মানুষকে প্রতিবাদ করতে দেখা গেছে।
রাজ্যবাসী বিশিষ্ট ব্যক্তিদের দিকে আঙ্গুল তুলে বলছেন রাজ্যে ঘটে যাওয়া বগটুই ( Bagtui Massacre ) হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন পথ প্রতিবাদে বিশিষ্ট ব্যক্তিদের দেখা যাচ্ছে না কেন। সম্ভবত রাজ্যবাসী চাপে পড়েই কিছু বিশিষ্ট ব্যক্তি মুখ্যমন্ত্রী কে চিঠি লিখেছেন বলেই বিশেষজ্ঞদের ধারণা।