Ballygunge By-election :”বালিগঞ্জের পুরনো তৃণমূল কর্মীরা আমার সাথে”, বাবুলকে কটাক্ষ কেয়ার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বালিগঞ্জে ( Ballygunge By-election ) পানীয় জলের সমস্যা বরাবরই। গরমে স্বাভাবিকভাবেই সে সমস্যা আরও বেশি করে দেখা দেয়। পুরসভা যদিও প্রচুর জলের ট্যাঙ্ক পাঠান তবুও জলের সমস্যা লেগেই থাকে। বালিগঞ্জের ( Ballygunge By-election ) বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের এই অভিযোগ।
জলের অভাবের মতন একটা বড় সমস্যা মেটাতে চান বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ( Ballygunge By-election ) বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। দীর্ঘকাল সাংবাদিকতার পেশায় যুক্ত থাকার পর ২০১০ সালে তিনি সক্রিয় রাজনীতিতে আসেন। তিনি কোনো প্রতিপক্ষ কে বিশ্বাস করেন না।
একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন,” সেগুলো পূরণ করাই আমার চ্যালেঞ্জ। রাজ্যের শ্রেষ্ঠ বিধানসভা কেন্দ্র হিসেবে আমি বালিগঞ্জকে ( Ballygunge By-election ) দেখতে চাই। সাংবাদিকতা থেকে রাজনীতিতে আসার আমার কারণ মানুষের পাশে থাকা।”
অবশ্য কলকাতার অন্যান্য এলাকার বাসিন্দাদের মতে, বালিগঞ্জের নতুন এবং পুরনো তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে একটা অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে। তার প্রতুত্তরে কেয়া ঘোষ জানান, “তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় কে নিয়ে পুরনো তৃণমূল কর্মীরা খুশি নন। তারা এবং একডালিয়া এভারগ্রিন ক্লাবের সদস্যরা ও আমার পক্ষেই। সুব্রত মুখোপাধ্যায় এর বোন তানিমাদিও আমায় আশীর্বাদ দিয়েছেন।”
Imran Khan : অনাস্থা প্রস্তাব ‘অসাংবিধানিক’ বললেন ডেপুটি স্পিকার, জটিল পরিস্থিতি গোটা দেশে
Ballygunge By-election
কেয়া ঘোষ সিপিএমের বিরুদ্ধে বলেন যে সিপিএম যদি ৩৪ বছর কাজ করতো তবে বস্তিগুলোর এই অবস্থা থাকত না। এত বছরেও যারা কিছুই করেনি ক্ষমতায় এলে তারা কাজ করবে এমন ধারণা অবান্তর।
গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে তৃণমূলের অনেক নেতাই বলেছিলেন যে বামের ভোট রামে গেছে। বালিগঞ্জের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমও বস্তির উন্নতির দিকে নজর দিচ্ছেন। অবশ্য বালিগঞ্জে সংখ্যালঘু ভোটারের অভাব নেই।
কেয়া ঘোষ বাবুল সুপ্রিয় দিকে আঙ্গুল তুলে আরও বলেন, “বগটুই হত্যাকাণ্ডের দিন বাবুল সুপ্রিয় গান গাইছিলেন। এতগুলো মানুষের মৃত্যু দেখেও তিনি উদাসীন ছিলেন।তার লজ্জা হওয়া উচিত।” যদিও অনেকে মনে করছেন বাংলায় পরবর্তী নির্বাচনে বিজেপির ভোট সিপিএমের ঝুলিতে আসতে পারে তবে কেয়া ঘোষের মন্তব্যে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।