জমায়েতে নিষেধাজ্ঞা, দুর্গাপুজোয় মানুষের ঢল রুখতে রাজ্যকে চিঠি কেন্দ্রের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার দ্বিতীয় সংক্রমণের চোখ রাঙানি অব্যাহত। দুয়ারে কড়া নাড়ছে তৃতীয় ঢেউ। প্রতিনয়ত ওঠা-নামা করছে  সংক্রমনের গ্রাফ।  আগস্টেই তৃতীয় ঢেউ আসার প্রবল সম্ভাবনা বলে বারবার সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

উত্‍সবের মরসুমে ভিড় এড়াতে রাজ্যগুলিকে এবার কড়া নির্দেশ দিল কেন্দ্র। ফলে গত বছরের মতো এ বছরেও পুজোয় বেরোনো যাবে না বাড়ির বাইরে। পশ্চিমবঙ্গ-সহ অন্যন্য রাজ্যগুলিকে আজ চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে একথা।

অলিম্পিক ব্রোঞ্জের শিরোপা পেল ভারতীয় হকি দল

চিঠিতে জানানো হয়েছে,  আগত উত্‍সবগুলি মহরম, ওনাম, জন্মাষ্টমী, গণেশ চতুর্থী ও দুর্গাপুজোয় রাস্তায় যেন মানুষের ঢল না-নামে। তা নিশ্চিত করতে সব রাজ্যকে স্থানীয় স্তরে বিধিনিষেধ জারি করতে হবে। উত্‍সবে মানুষের ঢল নামলে ফের সংক্রমণ বাড়তে পারে। তার আগেই বারবার সতর্ক করছে কেন্দ্র।

চিঠিতে বলা হচ্ছে,এইধরেনে উত্‍সবগুলোই সুপার স্প্রেডার হয়ে উঠতে পারে। তাই কোনোভাবেই জমায়েত হতে দেওয়া যাবেনা। এদিকে তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় এখন থেকেই সতর্ক না হলে এরপর আরও ভয়ঙ্কর হতে পারে। তাই এখন থেকেই রাজ্যকে সতর্ক করছে কেন্দ্র।

সম্পর্কিত পোস্ট