দিল্লিতে ট্রাক্টর মিছিলের নিষেধাজ্ঞার দাবীতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্র
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কেন্দ্রের সঙ্গে বৈঠকের পর কোনও সমাধান বের না হলে ২৬ জানুয়ারি দিল্লির মধ্যেই ট্র্যাক্টর মিছিল করার কথা জানিয়েছিলেন কৃষকরা। কিন্তু সেই মিছিলে নিষেধাজ্ঞা জানাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্র।
ওই দিন কৃষকরা হরিয়ানাতেও মিছিলের কথা জানিয়েছেন। হরিয়ানার প্রতিটি গ্রাম থেকে ট্রাক্টর এনে মিছিলে অংশগ্রহণ করার কথা ছিল। যদিও ২৬ জানুয়ারি মিছিল সম্পর্কে আশাবাদী কৃষকরা। আশা করছেন ওই দিন দিল্লিতেই মিছিল হবে।
প্রসঙ্গত, সোমবার সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, আদালত কখনোই আন্দোলনের কন্ঠরোধ করবে না। সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে জানিয়েছেন, কেন্দ্রের পদক্ষেপ নিয়ে আমরা হতাশ। আপনারা আইন কয়ার্যকর বন্ধ করুন আর নাহলে আইন কার্যকর করুন। এর মধ্যে আহংকারের কি আছে?
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/supreme-court-push-back-center-on-farm-law/
সুপ্রিম কোর্টে কেন্দ্র যে হলফনামা জমা দিয়েছে সেকাহ্নে ২৬ জানুয়ারির ঐতিহাসিক গুরুত্ব এবং সাংবিধান গুরুত্বের দিকটি উল্লকেহ করা হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের আগে ২৩ জানুয়ারি মহড়া রয়েছে। ২৮ জানুয়ারি এনসিসির প্যারেডের পর রয়েছে ২৯ তারিখ রয়েছে বিটিং দ্য রিট্রিট এবং তারপর ৩০ তারিখ রয়েছে শহীদ দিবস। এর মধ্যে আইনশৃংখলা ভঙ্গ এবং সরকারী নির্দেশ অমান্য করা যায় না। এমনটাই জানিয়েছে কেন্দ্র।
অন্যদিকে, গত একমাস ধরে বৈঠকের পর কৃষক আন্দোলন এখনও জারি রয়েছে। এখনও কোনও সমাধান বের হয়নি। মঙ্গলবার এবিষয়ে রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির এই বেঞ্চে উপস্থিত থাকবেন বিচারপতি এএস বোপান্না এবং বিচারপতি ভি রামাসুব্রমনিয়ান।
সোমবার শুনানি চলাকালীন আদালতের তরফে জানানো হয়েছিল কৃষি আইন নিয়ে যতগুলি হলফনামা জমা পড়েছে একটিও কৃষি আইনের সপেক্ষে কিছু বলা নেই। তাই এই মুহুর্তে দিল্লি সীমান্তে বৃহৎ কৃষক আন্দোলনের কথা মাথায় রেখে আইন রুপায়নে স্থগিতাদেশ জারি করতে চেয়েছিল আদালত। একইসঙ্গে মধ্যস্থতা কমিটি গড়ে সমাধান খোঁজার পথে হাঁটে সুপ্রিম কোর্ট। কিন্তু কৃষকরা তা খারিজ করে দেয়।
যদিও দিল্লির সীমান্তে আন্দোলনরত কৃষকদের সাফ বক্তব্য আইন প্রত্যহারা না হওয়া অবধি তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। এই পরিস্থিতিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয় তাঁর দিকে তাকিয়ে গোটা দেশ।