Bande Bharat : রাম মন্দির উদ্বোধনের দিনে আরও ৬ টি বন্দে ভারতের সূচনা

লোকসভা নির্বাচনের আগেই আরও দরাজ রেল মন্ত্রক।

The Quiry : Bande Bharat লোকসভা নির্বাচনের আগেই আরও দরাজ রেল মন্ত্রক। রাম মন্দির উদ্বোধনের দিনে আরও ৬ টি বন্দে ভারতের সূচনা। তবে কোন কোন রুটে চালু হবে ভারতের সেমি হাই স্পিড ট্রেন ?

নয়া অমৃত ভারত ট্রেনে কি কি সুবিধা ?

১. ২২টি কোচ থাকবে বলে জানা গিয়েছে। এতে ১৮০০ যাত্রী সফর করতে পারবেন। পুশ-পুল প্রযুক্তিতে চলবে এই ট্রেন।

২. এই আবহে ট্রেনের উভয় প্রান্তেই ডাব্লিউ এপি-৫ ইঞ্জিন যুক্ত থাকছে। এদিকে এই ট্রেনে ১২টি কামরা নন এসি স্লিপার হবে। আর আটটি কামরা হবে জেনারেল শ্রেণির।

৩. দু’টি কামরা হবে লাগেজ ভ্যান। এদিকে বন্দে ভারত ট্রেনের মতো অমৃত ভারত ট্রেনের দরজা স্বয়ংক্রিয় থাকবে না। এদিকে ট্রেনের ভেস্টিবিউল হবে বেশ প্রশস্ত।

Bande Bharat : রাম মন্দির উদ্বোধনের দিনে আরও ৬ টি বন্দে ভারতের সূচনা

আরও খবর- Covid panic : বছর শেষে আবারো দেশে কোভিড আতঙ্ক – আবারো কি ভ্যাকসিনের প্রয়োজন ?

রিপোর্ট অনুযায়ী , দিল্লি থেকে কাটরা, দিল্লি থেকে অযোধ্যা হয়ে লখনউ, দিল্লি থেকে চণ্ডীগড়, বেঙ্গালুরু থেকে কোয়েম্বাটুর, ম্যাঙ্গালোর থেকে মাডগাওঁ, জালনা থেকে মুম্বই রুটে বন্দে ভারত চালু হতে পারে অমৃত ভারত এক্সপ্রেস। যা আদতে বন্দে ভারত নামেই পরিচিত।

আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গেরও একটি স্টেশন থেকে অমৃত ভারত ট্রেন ছুটতে শুরু করবে বলে জানা গিয়েছে। ৩০ ডিসেম্বর ভার্চুলালি একাধিক রুটে অমৃত ভারত ট্রেনকেও সবুজ পতাকা দেখাতে পারেন প্রধানমন্ত্রী।

সম্পর্কিত পোস্ট