Banga Bhaban : মোদীর বারাণসীতে মমতার বঙ্গভবন, লোকসভা নির্বাচনের আগে নয়া চাল তৃণমূলের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য সরকার নতুন দিল্লির অনুকরণে উত্তরপ্রদেশেও একটি বঙ্গ ভবন তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এইজন্য সেখানকার বেনারসের বিশ্বনাথ মন্দির থেকে কিছুটা দূরে কোচবিহারের রাজাদের প্রায় এক একর ফাকা জমি চিহ্নিত করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ইতিমধ্যেই প্রস্তাবিত এই ভবন নির্মাণ নিয়ে পূর্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে বহুতল নির্মাণের জন্য ফ্লোর এরিয়া রেশিও জানতে চেয়ে উত্তরপ্রদেশ সরকারকে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
চিঠির উত্তর এলেই প্রস্তাবিত ভবনের নকশা ও খরচের পরিমাণ চূড়ান্ত করা হবে।এরই পাশাপাশি বেনারসে বাঙালিটোলার কাছে সোনারপুরা রোডের ওপরে থাকা কোচবিহার রাজাদের প্রাসাদ- ‘হাওয়া মহল’ লিজ নেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার।
কোচবিহারের ১৭তম মহারাজ হরেন্দ্রনারায়ণ তাঁর শেষ জীবনে কাশীবাসের জন্য কাশীর রাজার কাছ থেকে একটি জমি কিনেছিলেন। সেই জমিতেই শুরু হয়েছিল ‘হাওয়া মহল’ নির্মাণের কাজ। কিন্তু সেই কাজ শেষ হওয়ার আগেই মারা যান মহারাজ হরেন্দ্রনারায়ণ। পরে সেই কাজ শেষ করেন তাঁর ছেলে তথা কোচবিহারের ১৮তম মহারাজ শিবেন্দ্রনারায়ণ।
অর্থ দফতরে বিশেষ সেল গঠন, কর্মী নিয়োগ হবে দ্রুত ; জানুন আবেদন পদ্ধতি
Banga Bhaban
তাঁর আমলেই ‘হাওয়া মহল’-এর কাজ শেষ হয় ও ওই প্রাসাদের চত্বরেই পাঁচটি শিব মন্দির, বড় মা ও ছোট মা নামে দুটি কালী মন্দিরও তৈরি হয়। পরবর্তীকালে প্রাসাদ চত্বরে রাধাগোবিন্দের মন্দির ও একটি বৃদ্ধাবাসও গড়ে তোলা হয়। কিন্তু মূল প্রাসাদের অবস্থা এখন খুব একটা ভাল নয়। পাশাপাশি দীর্ঘদিন ওই সব মন্দিরের রক্ষণাবেক্ষণ হচ্ছে না।
ইতিমধ্যেই ভোগঘর ভেঙে পড়েছে। প্রাসাদের একটা অংশ ভগ্নপ্রায়। মন্দিরগুলির দ্রুত সংস্কারের প্রয়োজন রয়েছে। প্রাসাদের একাংশ স্থানীয় ভাবে লিজ় দেওয়া হয়েছে যা বিয়ে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। ওই প্রাসাদ চত্বরেই এক একরের কম একটি ফাঁকা জায়গা রয়েছে। সেই জমি কিনেই এখন বঙ্গভবনের নির্মাণ কাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী, বেনারসের কোচবিহারের রাজাদের প্রাসাদ চত্বরের ওই ফাঁকা জমিতেই প্রাথমিক ভাবে পাঁচতলা বঙ্গভবন তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্য পূর্ত দফতরের। পাশাপাশি, হেরিটেজ বা ঐতিহ্যের কথা মাথায় রেখে হাওয়া মহলের সংস্কার ও সংরক্ষণের কথাও ভাবা হচ্ছে।