১০০ দিনের কাজে দেশে দ্বিতীয় স্থানে বাংলা, ‘ওঁরা যত গর্জন করে তত বর্ষায় না’ -বিজেপিকে কটাক্ষ মমতার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চলতি আর্থিক বছরে শ্রমদিবস সৃষ্টির নিরিখে ১০০ দিনের কাজে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এ রাজ্য। আজ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে একথা জানালেন পঞ্চায়েতমন্ত্রী পুলক রায়। তিনি জানান, চলতি ২০২১-২২ অর্থবর্ষের ৭ মার্চ পর্যন্ত তৈরি হয়েছে ৩৩ কোটি ৯৪ লক্ষ ৫৯ হাজার ১৪৬টি শ্রম দিবস।
এবিষয়ে কেন্দ্রের কাছে ৩৫ কোটি শ্রমদিবসের অনুমোদন চাওয়া হয়েছিল। কিন্তু কেন্দ্র অনুমোদন করেছে মাত্র ২৭ কোটি। তবে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছে রাজ্য। আগামী ২০২২-২৩ অর্থবর্ষের জন্য ৩৩ কোটি শ্রমদিবসের অনুমোদন চাওয়া হয়েছে।
বুধবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের বক্তব্যের জবাবি ভাষণ দিতে উঠলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বাধা দেওয়া হয়। রীতিমতো হইচই বাঁধিয়ে দেন বিজেপি বিধায়করা। তাতে অবশ্য দমবার পাত্রী নন মমতা। বিধানসভায় দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন। মমতা বলেছেন ‘হাউসে বিজেপির মাস্তানি চলছে।’
Suvendu Adhikari at Assembly : উত্তরপ্রদেশকে টেনে বিধানসভায় গুলিয়ে দেওয়া রাজনীতি শুভেন্দুর
মমতার কথায়, ‘ওঁরা যত গর্জন করে তত বর্ষায় না। শুধুই বিশৃঙ্খলা তৈরি করে।’ এদিন বাজেট অধিবেশনে নিজের বক্তব্যে রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলে দেন, ‘১০০ দিনের কাজে আমরাই প্রথম। ক্ষুদ্র ও কুটির শিল্পে সবচেয়ে বেশি লগ্নি হয়েছে এই বাংলায়। ছাত্র–ছাত্রীদের ট্যাব দিয়েছি।’ রাজ্য সরকারের একাধিক প্রকল্পের কথাও এদিন তুলে ধরেন মমতা।