পদ্মা সেতু বদলে দিতে পারে বাংলাদেশের রাজনীতির গতিপথ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শনিবার প্রায় ৩০ হাজার কোটি টাকা ব্যয়ে সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু উদ্বোধন করতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে প্রতিবেশী দেশটিতে। ভারত তো বটেই, বিশ্বের বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এই ঘটনার সাক্ষী থাকতে ঢাকায় গিয়ে হাজির হয়েছেন।

এই সেতুটির ফলে বাংলাদেশের রাজধানী ঢাকার সঙ্গে আরও ২১ জেলার যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি ঘটবে বলে বিশেষজ্ঞদের দাবি। তবে এই সেতু শুধু যোগাযোগের উন্নতি নয়, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামি লিগের যাত্রাপথকে আরও সুগম করে তুলতে পারে বলে রাজনৈতিক মহলের অনুমান।

এই নিয়ে টানা তিন টার্ম ক্ষমতায় আছে আওয়ামি লিগ। প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনার দাপট অপরিসীম। তবে দীর্ঘদিন ক্ষমতায় থাকা এবং বিরোধীদের গায়ের জোরে কোণঠাসা করে রাখার অভিযোগ ঘিরে শেখ মুজিবের দেশে সরকার বিরোধী মনোভাব কম নয়।

সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাবে বাংলাদেশের মানুষের একটা বড় অংশ যেকোনও উপায়ে আওয়ামি লিগকে ক্ষমতা থেকে সরাতে উঠে-পড়ে লেগেছে। কিন্তু বিএনপি নেত্রী তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়ায় সে দেশের বিরোধী পরিসর ঠিকভাবে দানা বাধছে না।

রাজ্যপালকে কড়া অবস্থান সরকারের, বিধানসভায় স্পষ্ট করলেন পার্থ চট্টোপাধ্যায়

ভিপি নূর, আন্দালিব রহমান পার্থের মতো তরুণ প্রজন্মের সরকার বিরোধী নেতারা বাংলাদেশের রাজনীতিতে ক্রমশ উঠে আসছেন। কিন্তু তাঁদের রাজনৈতিক দলগুলির প্রভাব সীমিত হ‌ওয়ায় আওয়ামি লিগকে বিশেষ চ্যালেঞ্জের মুখে এখনও পর্যন্ত পড়তে হয়নি।

পদ্মা সেতু

তবে বিশ্ব ব্যাঙ্ক বা চিনের সাহায্য ছাড়াই সম্পূর্ণ দেশীয় অর্থে ‘কঠিন’ পদ্মা সেতু প্রকল্প সফল করে সারা দেশজুড়ে উন্মাদনা তৈরি করতে সফল হয়েছে আওয়ামি লিগ নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার। তাদের বিরুদ্ধে দুর্নীতি, বিরোধী কণ্ঠরোধের চেষ্টার অভিযোগ সত্ত্বেও বাংলাদেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশের কাছে এই পদ্মা সেতু জাতীয় গৌরবের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তারা সরকারের উন্নয়নমূলক কর্মযজ্ঞের পাশে দাঁড়াচ্ছে।

এই মনোভাব যদি আগামী এক বছর আওয়ামি লিগ বজায় রাখতে পারে তবে টানা চতুর্থবার শেখ হাসিনা ওয়াজেদকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর গদিতে দেখতে পাওয়া খুব একটা কঠিন হবে না। বিশেষ করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার লন্ডনে বসে দল পরিচালনা করার ঘটনায় দলের নেতাকর্মীদের একটা বড় অংশই ক্ষুব্ধ। এই পরিস্থিতিতে আওয়ামি লিগকে হারাতে হলে বাংলাদেশের বাকি বিরোধী দলগুলির বিএনপি নির্ভরতার ছেড়ে বেরিয়ে আসা প্রয়োজন।

সম্পর্কিত পোস্ট