ঈদ মিটতেই গোরুর চামড়া ভারতে পাচারের তৎপরতা
পাচার রুখতে সতর্ক আছে বিএসএফ
দ্য কোয়ারি ডেস্ক: বাংলাদেশ থেকে কোরবানির গোরুর চামড়া ভারতে পাচার করা রুখতে তৈরি বর্ডার গার্ড বাংলাদেশ বাহিনি। সীমান্ত এলাকায় জারি হয়েছে সতর্কতা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে,
যশোরের বেনাপোল সীমান্ত লাগোয়া এলাকা দিয়ে পশ্চিমবঙ্গের দিকে গোরুর চামড়া পাচার করতে মরিয়া পাচারকারীরা।
বাংলাদেশে এবার চামড়ার বাজার মূল্য খুবই কম।কেনা দামেও ব্যবসায়ীরা চামড়া বিক্রি করতে পারছেন না। এই সময়টায় চামড়ার দাম ভারতে একটু বেশি থাকে। সেজন্য বেশি মুনাফার আশায় চামড়া পাচার হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
সীমান্ত লাগোয়া যশোরের শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় পাঁচ মণ ওজনের গরুর চামড়া ৩৫০ থেকে ৪০০ টাকা এবং ১০ মণ গরুর চামড়া ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। (বাংলাদেশি মূদ্রা)
অপরদিকে, পশ্চিমবঙ্গে পাঁচ মণ ওজনের কোরবানি গরুর চামড়া ৪০০ থেকে ৬০০ টাকা ও ১০ মণ ওজনের গরুর চামড়া প্রতি পিস ৮০০ থেকে এক হাজার রুপি পর্যন্ত বিক্রি হচ্ছে বলে ব্যবসায়ীরা জানাচ্ছে। বেশি লাভের আশায় সীমান্ত দিয়ে চামড়া পাচার করার পথ নিয়েছে কিছু পাচারকারী।
বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে ভারতে চামড়া পাচার রোধে সর্বোচ্চ সতর্কা জারি হয়েছে। বিভিন্ন সীমান্ত পয়েন্টে বিজিবি পোস্টে কড়া নজরদারি রাখা হয়েছে। যাতে কেউ অবৈধভাবে ভারতে চামড়া পাচার করতে না পারে।