অ্যাত্ত ইলিশ! দুর্গাপূজায় বাংলাদেশ থেকে আসছে লাখ লাখ টন পদ্মার রুপোলি শস্য

দ্য কোয়ারি ডেস্ক: দুর্গাপূজা হবে দুই বাংলাতেই। আর প্রতিবেশী বাংলাদেশ সরকার শারোদতসবের সময় ভারতে ২০৮০ মেট্রিক টন বা ২০ লাখ কেজির বেশি ইলিশ রফতানি করার অনুমতি দিয়েছে রফতানিকারদের।

সোমবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রকের নোটিশ জারি হয়। এতে বলা হয়েছে,আগামী তিন সপ্তাহে ভারতে মোট ২০৮০ মেট্রিকটন বা ২০ লাখ ৮০ হাজার কেজি ইলিশ মাছ রফতানির অনুমতি দেওয়া হয়েছে।

এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ মাছ রফতানির বিষয়ে প্রাপ্ত আবেদনসমূহ যাচাই বাছাই করে শর্ত সাপেক্ষে কিছু প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশের ৫২টি প্রতিষ্ঠানের প্রত্যেকটিকে ৪০ মেট্রিকটন করে ইলিশ রফতানি করবে। অনুমতি দানের তারিখ থেকে শুরু করে ১০ই অক্টোবর পর্যন্ত ইলিশ রফতানি করা যাবে।

পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অসমে দুর্গাপূজা সর্বাধিক জমজমাট হয়। বাংলাদেশ সীমান্তবর্তী তিন রাজ্যেই ইলিশের চালান বেশি যাবে।

সম্পর্কিত পোস্ট