রেষারেষির জেরে মাঝগঙ্গায় ডুবল বাংলাদেশী জাহাজ
একই পথ দিয়ে কোলকাতা পোর্ট ট্রাস্টের একটি জাহাজ যাওয়ার চেষ্টা করে । বাংলাদেশের পণ্যবাহী জাহাজকে ওভারটেক করার চেষ্টা করে পোর্টট্রাস্টের জাহাজ ।
দ্য কোয়ারি ওয়েবডেস্ক- ওভারটেক করতে গিয়ে দুটি জাহাজের মধ্যে ধাক্কা । দুর্ঘটনার জেরে মাঝনদীতে ডুবল এমভি মমতাময়ী মা নামের বাংলাদেশের একটি পণ্যবাহী জাহাজ ।
ধাক্কার জেরে জাহাজের মাঝের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই অংশ দিয়ে জল ঢুকতে শুরু করে । কয়েকঘন্টার মধ্যে পুরো জাহাজটি ডুবে যায় ।
তবে দুর্ঘটনাগ্রস্ত জাহাজটি পণ্যবাহী হওয়ায় তাতে মাত্র ১৩ জন জাহাজকর্মী ছিলেন । তাদের মধ্যে জখম হয়েছেন ১ জন ।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগণার মহেশতলার আক্রা এলাকার গঙ্গায় ।
দুর্ঘটনার পরে জাহাজে দ্রুত জল ঢুকতে থাকলে ঘটনাস্থলে পৌঁছয় রিভার ট্রাফিক পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দল।
দ্রুততার সঙ্গে তারা জাহাজে থাকা ১৩ জন কর্মীকে উদ্ধার করে । জাহাজে থাকা ফ্লাই অ্যাশগুলিকে সরিয়ে নিতে সেখানে পৌছয় অন্য একটি পণ্যবাহী জাহাজ।
যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ । যত দ্রুত সম্ভব জাহাজে থাকা সমস্ত ফ্লাই অ্যাশ সরিয়ে নিয়ে জাহাজটিকে উদ্ধার করার চেষ্টা শুরু হয় ।
কিন্তু বেলা ১২টা নাগাদ গঙ্গায় বান আসার কিছু সময় পরেই সম্পূর্ণ জাহাজটি ডুবে যায় ।
জানা গিয়েছে, বজবজ থেকে ফ্লাই অ্যাশ বোঝাই করে বাংলাদেশে যাচ্ছিল ‘এমভি মমতাময়ী মা’ জাহাজটি ।
গঙ্গায় ভাটা চলাকালিন নদীর যে অংশে জলের গভীরতা রয়েছে সেই অংশ দিয়েই যাচ্ছিল ‘এমভি মমতাময়ী মা’ জাহাজটি ।
একই পথ দিয়ে কোলকাতা পোর্ট ট্রাস্টের একটি জাহাজ যাওয়ার চেষ্টা করে । বাংলাদেশের পণ্যবাহী জাহাজকে ওভারটেক করার চেষ্টা করে পোর্টট্রাস্টের জাহাজ ।
কাছাকাছি দুটো জাহাজ চলে আসায় ধাক্কা লাগে ‘এমভি মমতাময়ী মা’ জাহাজের মাঝের অংশে ।
প্রচুর ফ্লাই অ্যাশের ভারে সেটি পাল্টি খেয়ে জলে কাত হয়ে যায় । অন্য জাহাজটি তখন বেরিয়ে যায় । সেটিতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি ।