দুই বাংলার জনপ্রিয় নায়িকা পরীমণি মাদক মামলায় আটক, ঘরভর্তি YaBa
YaBa মাদক পশ্চিমবঙ্গে ছড়াচ্ছে দ্রুত
দ্য কোয়ারি ডেস্ক: মাদক পাচার মামলায় জড়ালেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। তিনি পশ্চিমবঙ্গেও জনপ্রিয়। বুধবার ঢাকার অভিজাত এলাকা বনানীতে তাঁর বাড়ি ঘিরে অভিযান চালায় বাংলাদেশ ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন।
অভিযানের পর পরীমণির বাড়ি থেকে বিপুল পরিমাণ ওয়াইন, ভয়ঙ্কর মাদক আইস, এলএসডি ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলেও জানান র্যাব কর্মকর্তারা। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কে এম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন।
বিকেল থেকে পরীমণির বাড়ি ঘিরে নেয় পুলিশ।সন্ধ্যার কিছুক্ষণ আগে ভেতরে ঢোকে তারা। শুরু হয় জিজ্ঞাসাবাদ। এক পর্যায়ে পরীমণিকে আটক করা হয়।
পুলিশ বাড়ি ঘিরতেই পরীমণি ফেসবুক লাইভ শুরু করেন। তাঁর অভিযোগ, ‘শুরু থেকেই আমাকে মেরে ফেলার ভয় পাচ্ছি। আমাকে কেউ মারতে চান। কেউ এসে পুলিশের পরিচয় দিয়ে এসে যদি আমাকে খুন করতে আসেন তাহলে আমি কি করবো। তদন্ত করতে এলে আমাকে পরিচয় দিক। তাহলে আমাকে পরিচয় দিতে হবে। যদি সত্যি পুলিশ হয় তাহলে আমি অবশ্যই দরোজা খুলবো।’
বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী পরীমণি
গত ১৩ জুন সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, তাঁকে ঢাকার উত্তরা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়। পরীমণির অভিযোগ, বাংলাদেশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) শীর্ষ নেতা ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার সহযোগীরা ধর্ষণের চেষ্টা করে। ছয়জনকে আসামি করে মামলা করেন তিনি।
অভিযোগের ভিত্তিতে ঢাকা পুলিশ বাংলাদেশের অন্যতম রাজনৈতিক নেতা নাসির উদ্দিন সহ পাঁচজনকে আটক করে পুলিশ। অভিযুক্তদের বাড়ি থেকেও পুলিশের গোয়েন্দা শাখা বিপুল পরিমাণ মদত ও ইয়াবা মাদক বাজেয়াপ্ত করে। পরীমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি নাসির উদ্দিন ১৫ দিন জেলে কাটানোর পর মুক্তি পান। তিনি জেল থেকে বেরিয়েই পরীমণির বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে হুঁশিয়ারি দেন