কলকাতায় JMB জঙ্গিরা ধৃত, বাংলাদেশ থেকে এসেছিল তারা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) বা ইসলামিক স্টেট অথবা মনিপুরের কেসিপি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা কলকাতায় আগেই ধরা পড়েছে। তবে খোদ মহানগরে জামাত উল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) জঙ্গিদের বড়সড় চক্র ধরা পড়ল।
সূত্রের খবর, আলিপুর থেকে তিন জেএমবি জঙ্গিকে ধরেছে এসটিএফ। তাদের কাছে মিলেছে উগ্র বিদ্বেষমূলক বই, অস্ত্র, মোবাইল। বিশেষ ফেসবুক আইডি আছে তাদের।
ধৃতদের নাম নাজিউর রহমান ওরফে জয়রাম, সাব্বির ওরফে নিখিল এবং রবিউল ইসলাম। এসটিএফ জানাচ্ছে এরা বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা। কী করে কোন পথ দিয়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসেছিল এরা তাও খতিয়ে দেখা হচ্ছে।
মেয়াদ শেষের পরেই সরে দাঁড়াচ্ছেন অমিত মিত্র, পরবর্তী অর্থমন্ত্রী কে?
গোপালগঞ্জ বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ এলাকা। এখানেই টুঙ্গিপাড়ায় সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৈত্রিক ভিটে। সম্প্রতি গোপালগঞ্জ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সোশ্যাল সাইটে হুমকি দেয় এক উগ্র ধর্মীয় আদর্শের যুবক। তাকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ।
কলকাতায় ধৃত তিন জেএমবি জঙ্গি সেই গোপালগঞ্জের বাসিন্দা। তাদের আরও গতিবিধি জানতে বাংলাদেশ পুলিশের কাছে সাহায্য নেওয়া হতে পারে।যদিও লালবাজার এসটিএফ এখনও এ বিষয়ে কিছু স্পষ্ট করেনি।
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে জেএমবি জাল ছড়ানো। জেএমবির ভারতীয় শাখা জেএমআই সক্রিয় চার জেলা মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ ও উত্তর ২৪ পরগনায়। এছাড়া উত্তরপ্রদেশে তাদের একাধিক সদস্য আগেই ধরা পড়েছে।