কুমিল্লার ঘটনায় দোষিরা কেউ পার পাবে নাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: কুমিল্লার ঘটনায় দোষিদের এমন শাস্তি দেওয়া হবে যাতে ভবিষ্যতে এমন কাজ করতে কেউ সাহস না পায়। বৃহস্পতিবার ঢাকেশ্বরি মন্দিরের একটি সভা থেকে সরাসরি হুঁশিয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার৷
বাংলাদেশের প্রধানমন্ত্রীর কথায়, যে ঘটনা ঘটেছে আমরা ব্যবস্থা নিচ্ছি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে৷ যেখানে যেখানে এধরনের ঘটনা ঘটবে, সেখানেই দোষিদের খুঁযে বের করা হবে৷ যথাযথ শাস্তি দিতে হবে৷ এমন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ সাহস না পায়৷
তিনি আরও বলেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা নিজেদের সংখ্যালঘু মনে করবেন না। আপনারা সংখ্যালঘু না। আমরা আপনাদের আপনজন হিসাবে মানি। আপনারা সমঅধিকারে বাস করেন৷ আপনারা সমঅধিকার ভোগ করবেন৷ সমঅধিকার নিয়ে ধর্ম পালন করবেন সেটাই আমরা চাই৷
উল্লেখ্য, উস্কানিমূলক মন্তব্য এবং মন্দিরে হামলার জেরে উত্তপ্ত বাংলাদেশের কুমিল্লা। ঘটনায় এখনও অবধি ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যেককে জিজ্ঞাসা করা হচ্ছে।
এমনকি নানুয়া দিঘির পাড়ে যে ভিডিও প্রকাশ করেছে তাঁকেও জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। এই ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। ঘটনার পর ২২ জেলায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি।