Bappi Lahiri : আউটরাম ঘাটের গঙ্গায় হবে অস্থি বিসর্জন, পরিবারের সিদ্ধান্ত মেনে ব্যবস্থা রাজ্যের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রয়াত সঙ্গীতশিল্পী ও সুরকার বাপি লাহিড়ীর ( Bappi Lahiri ) অস্থি আউটরাম ঘাটের গঙ্গায় বিসর্জনের সিদ্ধান্ত নিয়েছে তাঁর পরিবার। মার্চ মাসের প্রথম সপ্তাহেই তাঁরা অস্থি বিসর্জন দিতে চান। সেই মতোই রাজ্য সরকার সবরকম ব্যবস্থা নিচ্ছে।
বাপি লাহিড়ীর ( Bappi Lahiri ) বাবা সঙ্গীতশিল্পী অপরেশ লাহিড়ীর অস্থিও এই আউটরাম ঘাটেই বিসর্জন দেওয়া হয়েছিল। তাই তাঁর অস্থিও এখানেই বিসর্জন দিতে চান তাঁর স্ত্রী ও ছেলেমেয়ে। প্রসঙ্গত, ১৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
Bappi Lahiri
গত বছর তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকে তাঁর শরীর ভাল যাচ্ছিল না। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। , ৮০-৯০ দশকের হিট মানেই বাপ্পি লাহিড়ি অন্যতম নাম। চিকিৎসারত ডাক্তার দীপক নমজোশির কথায়, তিনি এক মাস হাসপাতালে চিকিৎসারত ছিলেন।
Bappi Lahiri Passes Away : প্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ি, শোকের ছায়া শিল্পীমহলে
সোমবাারই দেওয়াা হয়েছিল হাসপাতালের পক্ষ থেকে ছুটি। তবে মঙ্গলবারই শারীরিক অবস্থার অবনতী ঘটে, পরিবারের তরফ থেকে ডাক্তারকে বাড়িতেই ডেকে পাঠানো হয়। ডাক্তারের পরামর্শ তৎক্ষণাত তাঁকে হাসপাতালে ভর্তি করে পরিবার।
বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের সমস্যা থাকায় দ্রুত চিকিৎসা শুরু করা হয়। অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়াতে মৃত্যু ঘটে বাপ্পি লাহিড়ীর। মধ্যরাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।