Bappi Lahiri Passes Away : প্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ি, শোকের ছায়া শিল্পীমহলে
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: প্রয়াত বাপ্পি লাহিড়ি। লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর পরই এবার চির নিদ্রায় সঙ্গীতশিল্পী বাপি লাহিড়ি ।তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। মুম্বইয়ের সিটি কেয়ার হাসপাতালে তিনি ( Bappi Lahiri Passes Away ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হিন্দী চলচ্চিত্র শিল্প-সহ বাংলা গানের গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক হিসেবে জনপ্রিয় ছিলেন তিনি ( Bappi Lahiri Passes Away )।
Sandhya Mukherjee Passes Away : প্রয়াত ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়
Bappi Lahiri Passes Away
সঙ্গীত জগতে তিনি বাপ্পী-দা নামেও সমধিক পরিচিত। তিনি নিজের লিখিত অনেকগুলো গান স্বকণ্ঠে ধারণ করেছেন। ১৯৮০’র দশকের চলচ্চিত্র বিশেষ করে ডিস্কো ড্যান্সার, নমক হালাল এবং শরাবী’র ন্যায় বিভিন্ন চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করে তিনি সমাদৃত হন।
পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১২ সালে ‘বিশেষ চলচ্চিত্র পুরস্কার’, ২০১৫-য় স্পেশ্যাল লাইফ টাইম অ্যাওয়ার্ড, ২০১৬ সালে ‘মহানায়ক সম্মান’ ও ২০১৭ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে। রবীন্দ্র সদনে সন্ধ্যা মুখোপাধ্যায়ের পাশাপাশি বাপি লাহিড়িকেও শ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগীরা। একতারা মুক্তমঞ্চে বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাখা থাকবে বাপি লাহিড়ির ছবি।