পুরনিগম হতে চলেছে ব্যারাকপুর, প্রস্তাব জমা নবান্নে, প্রশ্নের মুখে অর্জুন গড়ের ভবিষ্যৎ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দীর্ঘদিন প্রশাসনিক স্তরে আটকে থাকার পর অবশেষে উত্তর ২৪ পরগনার ৮ পুরসভাকে একত্রিত করে পুরনিগম গড়ার প্রস্তাব জমা পড়ল নবান্নে। সব ঠিকঠাক থাকলে এ বছরের শেষেই নতুন পুর নিগম হিসাবে আত্মপ্রকাশ পেতে পারে ব্যারাকপুর।

উত্তর ২৪ পরগনার জেলাশাসক এই মর্মে একটি পরিকল্পনা জমা করেন রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরে। ওই দফতর থেকে বুধবার আবার ফাইল মুখ্যমন্ত্রী ও অর্থ দফতরের অনুমোদনের জন্য জমা পড়েছে রাজ্যের সচিবালয়ে।

আর এই ঘটনায় প্রশ্ন উঠছে, তাহলে অর্জুন সিং এর গড় কি এবার অস্তিত্ব হারাচ্ছে? কারণ নয়া পুর নিগম গঠিত হলে, ভাটপাড়া পুরসভারই আর কোনও অস্তিত্ত্ব থাকবে না। আর ভাটপাড়াই যদি না থাকে । তবে পদ্মশিবিরের ভরসা অর্জুন মিথও বড়সড় প্রশ্নের মুখে এসে দাঁড়াবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিন নবান্নে যে রিপোর্ট জমা পড়েছে তাতে জানা গিয়েছে, মূলত আটটি পুরসভা নিয়ে হবে এই পুরনিগম। এই পুরনিগমে থাকছে হালিশহর , ভাট পাড়া , টিটাগড় , গারুলিয়া, ব্যারাকপুর , উত্তর ব্যারাকপুর, নৈহাটি , হালিশহর , কাঁচড়াপাড়া।

এই পুরসভাগুলির মধ্যে বেশ কটি পুরসভা এমন আছে যেগুলি বিজেপির গড় হিসেবে পরিচিত‌। বেশ ক’টি পুরসভায় বিজেপি শীর্ষ নেতারা রয়েছেন। আঞ্চলিক স্তরে ভোট হলে যাদের প্রভাব অটুট থাকবে। ছোট পুরসভা জিতলেও নম্বর বাড়বে রাজ্য বিজেপির।

প্রচারে আসবে বিজেপির পুরসভা দখলের খবর।প্রভাব পড়বে জেলা রাজনীতিতে। অন্য দিকে বড় পুরনিগম দখল করাটা আপাত ভাবে দুরূহ বিষয় । সে ক্ষেত্রে কোনও এক দিকে কোন দল ভালো ফল করলেও সামগ্রিক ভাবে ক্ষমতা দখল করা শক্ত হবে।

তাই আটখানা পৌরসভা নিয়ে নিগম গঠনের সিদ্ধান্তকে রাজনৈতিক ভাবে সুদূরপ্রসারী মানছে রাজনৈতিক মহল।

পেনাল্টি শ্যুটে নেই রোনাল্ডো, কোপাইটালিয়ায় সেরা নাপোলি

পরিসংখ্যান বলছে, বর্তমানে রাজ্যে সাতটি পুরনিগম রয়েছে রাজ্যে । সেগুলি হল, কলকাতা, হাওড়া, বিধাননগর, চন্দননগর, দুর্গাপুর, আসানসোল এবং শিলিগুড়ি। ব্যারাকপুর পুরনিগম গঠিত হলে রাজ্যে পুরনিগমের সংখ্যা দাঁড়াবে আটটি।

গত ফেব্রুয়ারি মাসেই পুরসভার চেয়ারম্যানদের সঙ্গে কয়েক দফায় বৈঠক করেছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক। সেখানেই এলাকা চিহ্নিতকরণের কাজ হয়ে গিয়েছিল।

প্রসঙ্গত, এই আটটি পুরসভার মধ্যে নৈহাটি পুরসভার বোর্ডের মেয়াদ অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু ভোট হয়নি। সেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছিল।

অনেকের মতে, পুরনিগম গঠিত হবে বলেই আর ভোট করানো হয়নি। এই আটটি পুরসভায় মোট ২০৪টি ওয়ার্ড ছিল। জেলা প্রশাসন প্রস্তাব দেয় প্রস্তাবিত পুরনিগমে ১০২টি ওয়ার্ড করার।

সূত্রের খবর পুর ও নগরোন্নয়ন দফতর তাতে সিলমোহর দিয়ে ফাইল পাঠিয়েছে নবান্নে। এখন শুধু নবান্নের ছাড়পত্রের অপেক্ষা।

সম্পর্কিত পোস্ট