বিতর্কিত ফেসবুক পোস্ট ঘিরে রণক্ষেত্র ব্যাঙ্গালোর, মৃত ৩, আহত ৬০

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফেসবুক পোস্ট ঘিরে উত্তপ্ত কর্ণাটকের রাজধানী পুর্ব ব্যাঙ্গালুরু। ঘটনায় তিন জন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। আহত ৬০ পুলিশকর্মী সহ একজন সংবাদমাধ্যমের কর্মী।

সূত্রের খবর, ঘটনার সুত্রপাত কংগ্রেস বিধায়ক শ্রীনিবাস মুর্তির এক আত্মীয়, নাম নবীনের ফেসবুক পোস্ট ঘিরে। মঙ্গলবার রাতে ওই বিধায়কের বাড়ি ঘেরাও করে উত্তেজিত জনতা। শুরু হয় পাথর বৃষ্টি।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ এবং কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয় পুলিশকে। এমনকি জনতাকে শান্ত করতে শুন্যে গুলি ছুড়তে হয় পুলিশকে।

তখনই বিক্ষোভকারীদ্রর সঙ্গে পুলিশের খন্ডযুদ্ধ শুরু হয়। আহত হন বেশ কয়েকজন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর বিধায়কের আত্মীয়, নবীনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের তরফে টুইটারে পোস্ট করে জানানো হয়, ডিজি হাল্লি এবং কেজি হাল্লি এলাকায় সংঘর্ষ শুরু হয়েছে।

সেখানের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে। ব্যবহার করতে হয়েছে কাঁদানে গ্যাসও। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পুলিশ।

খুব শীঘ্রই বাজারে কোভিড-১৯ ভ্যাকসিন আনতে চলেছে রাশিয়া, দাবি প্রেসিডেন্ট পুতিনের

ঘটনাস্থলে ২৪ টি চার চাকা এবং প্রায় ২০০ টি বাইকে অগ্নি সংযোগ করে বিক্ষোভকারীরা। এমনকি থানাতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

ব্যাঙ্গালুরু পুলিশ কমিশনার কমল পান্থ জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে গোটা এলাকায় কার্ফু জারি করা হয়েছে। পুলিশের তরফে কোনও ভিড় বা জমায়েত এড়িয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই মুহুর্তে সকলকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন কংগ্রেস বিধায়ক শ্রীনিবাস মুর্তি। স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোম্মাই ভিডিও বার্তায় জনগণকে আইন নিজেদের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকতে বলেছেন।

পুরো ঘটনাটির নিন্দা জানিয়েছেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশকে সব রকমের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সর্বদা সতর্ক থাকবে বলে জানিয়েছেন তিনি।

সম্পর্কিত পোস্ট