কৃষকদের ট্র্যাক্টর র্যালি ঘিরে রণক্ষেত্র দিল্লি, ব্যবহার করা হল টিয়ার গ্যাস এবং জলকামান
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তিন কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনের কর্মসুচী হিসাবে ট্র্যাক্টর র্যালি শুরু হয়েছে। প্রজাতন্ত্র দিবসের দিনে দিল্লির মধ্যে ট্র্যাক্টর মিছিলের জন্য উপস্থিত হয়েছেন কয়েক হাজার কৃষক। সকাল থেকেই পুলিশের ব্যারিকেড সরিয়ে দিল্লিতে প্রবেশের চেষ্টা করেন কৃষকরা।
ঘটনার পর থেকেই পরিস্থিতি বেগতিক হতে শুরু করে। কৃষকদের পথ আটকাতে জলকামান ব্যবহার করতে দেখা যায় পুলিশকে। এমনকি ব্যবহার করা হয় টিয়ার গ্যাসও।
#WATCH Police use tear gas on farmers who have arrived at Delhi’s Sanjay Gandhi Transport Nagar from Singhu border#Delhi pic.twitter.com/fPriKAGvf9
— ANI (@ANI) January 26, 2021
মঙ্গলবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লিতে ট্র্যাক্টর র্যালির জন্য রবিবার অনুমোদন দেয় দিল্লি পুলিশ। সকাল সাড়ে ১১ টা থেকে শুরু হওয়ার কথা ছিল ঐতিহাসিক ট্র্যাক্টর প্যারেড। কিন্তু তার আগেই সকাল ৮ টা থেকে দিল্লি উপকন্ঠে জমায়েত হতে শুরু করেন কৃষকরা।
We’ve to move towards Ring Road but police is stopping us. We’ve given them 45 mins to speak to their seniors. We’re carrying out a peaceful parade. The route they are asking us to follow wasn’t agreed upon: Satnam Singh Pannu, Kisan Mazdoor Sangharsh Committee at Singhu Border pic.twitter.com/5JljXK4xDR
— ANI (@ANI) January 26, 2021
সকাল থেকেই দিল্লির সিঙ্ঘু, গাজিয়াবাদ এবং টিকরি বর্ডার থেকে কৃষকরা ট্র্যাক্টর র্যালি শুরু করেন। কিন্তু দিল্লির অক্ষরধামের কৃষকদের আটকাতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ।
#WATCH Protestors seen on top of a police vehicle and removing police barricading at Mukarba Chowk in Delhi#FarmLaws pic.twitter.com/TvDWLggUWA
— ANI (@ANI) January 26, 2021
সিঙ্ঘু বর্ডার থেকে আসা কৃষকদের ওপর সঞ্জয় গান্ধী ট্রান্সপোর্ট নগরের কাছে জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। বেশ কিছু কৃষককে জল কামান গাড়ির ওপর উঠতে দেখা যায়।
আরও পড়ুনঃ পুলিশের ব্যারিকেড সরিয়ে দিল্লিতে প্রবেশ কৃষকদের
কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির সদস্য সাতনাম সিং পান্নু জানিয়েছেন, রিং রোড ধরেই আন্দোলনে যাওয়ার কথা ছিল তাঁদের। আমরা আমাদের নেতাদের সঙ্গে কথা বলার জন্য সময় চেয়েছিলাম। আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম। যে রাস্তা পুলিশ নির্দেশ করছে সেই রাস্তায় যাওয়ার কথা নয়।
#WATCH Farmers climb atop a police water cannon vehicle at Sanjay Gandhi Transport Nagar in Delhi pic.twitter.com/8W0EFjaeTb
— ANI (@ANI) January 26, 2021
জয়েন্ট কমিশনার অব পুলিশ এসএস যাদব জানিয়েছেন, কৃষকরা আমাদের সঙ্গে সমঝোতা করছেন। আমরাও তাঁদের সঙ্গে সমঝোতা করছি। যে রাস্তায় তাঁদের যাওয়ার কথা ছিল আমরাও সেই রাস্তায় যাওয়ার কথা বলছি।
#WATCH Protestors at Karnal bypass break police barricading to enter Delhi as farmers tractor rally is underway in the national capital#FarmLaws pic.twitter.com/pzfJs6Ioef
— ANI (@ANI) January 26, 2021
অন্যদিকে মুকারবা চকে পুলিশের ব্যারিকেড সরিয়ে দিল্লি প্রবেশের চেষ্টা করছেন কৃষকরা। কারনালে পুলিশ ব্যরিকেড সরিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন কৃষকরা।