বাংলাদেশের ক্রিকেটোৎসবের মাত্র একটি ম্যাচেই থাকবেন কোহলি
বঙ্গবন্ধু মুজিবর রহমানের জন্মসতবার্ষিকী উপলক্ষ্যে ২টি প্রদশর্নী ম্যাচের আয়োজন করা হয়েছে বাংলাদেশের শের-ই-বাংলা স্টেডিয়ামে ।
দ্য কোয়ারি ডেস্ক- বঙ্গবন্ধু মুজিবর রহমানের জন্মসতবার্ষিকী উপলক্ষ্যে ২টি প্রদশর্নী ম্যাচের আয়োজন করা হয়েছে বাংলাদেশের শের-ই-বাংলা স্টেডিয়ামে ।
বাংলাদেশের ক্রিকেটোৎসব
১৮ এবং ২১ মার্চের প্রদর্শনী T-20 ম্যাচে ২ প্রতিপক্ষ এশিয়া একাদশ ও বিশ্ব একাদশ ।
মঙ্গলবার বিসিবি-র তরফে উভয় দলের সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে ।
এশিয়া একাদশে রাখা হয়েছে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে। কোহলি আসছেন সেটা বাংলাদেশ জানালেও ভারতীয় বোর্ডের সবুজ সঙ্কেতের অপেক্ষায় রয়েছে বিসিবি।
Image 1 – Asia XI Squad
vs
Image 2 – World XI Squad#AsiaX1vWorldX1 pic.twitter.com/TloaTlbYyP— 🐍NagRaj🐍 (@sss_Nagraj) February 25, 2020
কোহলি অধিনায়কত্ব করবেন কিনা, সেটা নিয়েও ধোঁয়াশা রয়েছে ।
শুধু কোহলি নন। এশিয়া একাদশে ভারতীয়দের মধ্যে রয়েছেন লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, কুলদীপ যাদব ও মহম্মদ সামি।
বাংলাদেশের ক্রিকেটোৎসব, ২দলের প্লেয়ারদের তালিকা
আবার বিশ্ব একাদশের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে ফ্যাফ ডু’প্লেসির নাম ।
এছাড়াও দলে রয়েছেন ক্রিস গেইল, কায়রন পোলার্ড, নিকোলাস পুরান, অ্যালেক্স হেলসের মতো তারকার নাম।
আরও পড়ুন : করোনার জেরে বাতিল সিরি-আ এর একাধিক ম্যাচ
এশিয়া একাদশের সম্ভাব্য প্লেয়ারদের তালিকা
বিরাট কোহলি , লোকেশ রাহুল, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, মহম্মদ শামি, শিখর ধাওয়ান, তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, রশিদ খান, মুস্তাফিজুর রহমান, সন্দীপ লামিচানে, লাসিথ মালিঙ্গা, মুজিব-উর-রহমান।
বিশ্ব একাদশের সম্ভাব্য প্লেয়ারদের তালিকা
অ্যালেক্স হেলস, ফ্যাফ ডু প্লেসি, নিকোলাস পুরান, রস টেলর, জনি বেয়ারস্টো, কাইরন পোলার্ড, আদিল রশিদ, শেলডন কটরেল, লুঙ্গি এনগিডি, অ্যান্ড্রু টাই, মিচেল ম্যাকক্লানাঘান।
দুটো ম্যাচের জন্য কোহলিকে চেয়েছিলেন আয়োজকরা । তবে ভারতের টাইট সিডিউলের জন্য তা সম্ভব হয়ে উঠবে না ।
কারণ প্রথম প্রদর্শনী ম্যাচের দিনই ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে খেলবে মেন ইন ব্লু ।
ফলে এশিয়া একাদশের হয়ে একটা ম্যাচেই দেখা যেতে পারে কোহলিকে । আপাতত বাংলাদেশের ক্রিকেটোৎসবের সমর্থকদের নজর কোহলির ম্যাচের দিকেই ।