বাংলাদেশের ক্রিকেটোৎসবের মাত্র একটি ম্যাচেই থাকবেন কোহলি

বঙ্গবন্ধু মুজিবর রহমানের জন্মসতবার্ষিকী উপলক্ষ্যে ২টি প্রদশর্নী ম্যাচের আয়োজন করা হয়েছে বাংলাদেশের শের-ই-বাংলা স্টেডিয়ামে ।

দ্য কোয়ারি ডেস্ক- বঙ্গবন্ধু মুজিবর রহমানের জন্মসতবার্ষিকী উপলক্ষ্যে ২টি প্রদশর্নী ম্যাচের আয়োজন করা হয়েছে বাংলাদেশের শের-ই-বাংলা স্টেডিয়ামে ।

বাংলাদেশের ক্রিকেটোৎসব

১৮ এবং ২১ মার্চের প্রদর্শনী T-20 ম্যাচে ২ প্রতিপক্ষ এশিয়া একাদশ ও বিশ্ব একাদশ ।

মঙ্গলবার বিসিবি-র তরফে উভয় দলের সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে ।

এশিয়া একাদশে রাখা হয়েছে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে। কোহলি আসছেন সেটা বাংলাদেশ জানালেও ভারতীয় বোর্ডের সবুজ সঙ্কেতের অপেক্ষায় রয়েছে বিসিবি। 

কোহলি অধিনায়কত্ব করবেন কিনা, সেটা নিয়েও ধোঁয়াশা রয়েছে ।

 শুধু কোহলি নন। এশিয়া একাদশে ভারতীয়দের মধ্যে রয়েছেন লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, কুলদীপ যাদব ও মহম্মদ সামি।

বাংলাদেশের ক্রিকেটোৎসব, ২দলের প্লেয়ারদের তালিকা

আবার বিশ্ব একাদশের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে ফ্যাফ ডু’প্লেসির নাম ।

এছাড়াও দলে রয়েছেন ক্রিস গেইল, কায়রন পোলার্ড, নিকোলাস পুরান, অ্যালেক্স হেলসের মতো তারকার নাম।

আরও পড়ুন : করোনার জেরে বাতিল সিরি-আ এর একাধিক ম্যাচ

এশিয়া একাদশের সম্ভাব্য প্লেয়ারদের তালিকা 

বিরাট কোহলি , লোকেশ রাহুল, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, মহম্মদ শামি, শিখর ধাওয়ান, তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, রশিদ খান, মুস্তাফিজুর রহমান, সন্দীপ লামিচানে, লাসিথ মালিঙ্গা, মুজিব-উর-রহমান।

 বিশ্ব একাদশের সম্ভাব্য প্লেয়ারদের তালিকা 

অ্যালেক্স হেলস, ফ্যাফ ডু প্লেসি, নিকোলাস পুরান, রস টেলর, জনি বেয়ারস্টো, কাইরন পোলার্ড, আদিল রশিদ, শেলডন কটরেল, লুঙ্গি এনগিডি, অ্যান্ড্রু টাই, মিচেল ম্যাকক্লানাঘান।

আরও পড়ুন : নীল ধ্রুব তারা

দুটো ম্যাচের জন্য কোহলিকে চেয়েছিলেন আয়োজকরা । তবে ভারতের টাইট সিডিউলের জন্য তা সম্ভব হয়ে উঠবে না ।

কারণ প্রথম প্রদর্শনী ম্যাচের দিনই ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে খেলবে মেন ইন ব্লু । 

ফলে এশিয়া একাদশের হয়ে একটা ম্যাচেই দেখা যেতে পারে কোহলিকে । আপাতত  বাংলাদেশের ক্রিকেটোৎসবের সমর্থকদের নজর কোহলির ম্যাচের দিকেই ।

সম্পর্কিত পোস্ট