ভারতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৫ হাজারের অধিক

দ্য কোয়ারি ডেস্ক:  ফের একলাফে বাড়ল কোভিড আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৫৫,০৭৯ জন।

ফলে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ পার হল। মোট আক্রান্ত ১৬,৩৮,৮৭১ জন। গত ২৪ ঘন্টায় কোভিডে মারা গিয়েছেন ৭৭৯ জন।

যার ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৫,৭৪৭। সুস্থ হয়েছেন ১০, ৫৭,৮০৬ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর সূত্রের খবর, গত ২৪ ঘন্টায় ৬.৪২ লক্ষের অধিক রোগীর দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

৩০ জানুয়ারি কেরালায় প্রথম কোভিড আক্রান্ত রোগী ধরা পড়েন। সেদিন থেকে ১১০ দিনের মাথায় আক্রান্তের সংখ্যা ভারতে ১ লক্ষ পার হয়।

কিন্তু ১৮৩ দিনের মাথায় সংখ্যাটি ১৬ লক্ষে পৌছায়। ১৫ লক্ষ থেকে ১৬ লক্ষের গন্ডি পার হতে সময় লেগেছে মাত্র ৩ দিন।

৬০ শতাংশ মানুষ জুলাই মাসে আক্রান্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে৷

এখনও অবধি ভারতে ১,৮৮,৩২,৯৭০ নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে মাত্র ৮.৫৭ শতাংশ দেহে পজিটিভ ধরা পড়েছে।

গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা ১১ হাজার। মোট আক্রান্ত ৪,১১,৭৯৮। তামিলনাড়ুতে মোট আক্রান্তের সংখ্যা ২,৩৯,৯৭৮। দিল্লিতে ১,৩৪,৪০৩ জন মোট আক্রান্ত হয়েছেন।

কর্ণাটকে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৬,১২৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ১,১৮,৬৩২। মৃত ২২৩০ জন।

বন্যা এবং কোভিডের জেরে অসমের অবস্থাও আশংকাজনক। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২২১২ জন।

গোটা বিশ্বের মধ্যে সর্বাধিক করোনা আক্রান্তের সংখ্যা আমেরিকায়। আক্রান্ত হয়েছেন ৪৪ লক্ষের অধিক মানুষ।

সম্পর্কিত পোস্ট