ভোটের মুখে ইডি দফতরে তৃণমূলের জোড়া প্রার্থী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভোটের মুখে ফের অস্বস্তিতে তৃণমূল। শুক্রবার ইডি দফতরে হাজিরা দিতে উপস্থিত হলেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র এবং জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিবেক গুপ্ত।

সূত্রের খবর, এদিন সারদাকান্ডে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে দুই তৃণমূল প্রার্থীকে। এর আগেই অবশ্য রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে তলব করেছিল ইডি। ইডির আধিকারিকরা জানাচ্ছেন সারদাকান্ডে মদন মিত্রের যোগ পাওয়া গেছে। সারদা কর্তা সুদীপ্ত সেনের সঙ্গে আর্থিক লেনদেন হয়েছিল বলে জানাচ্ছেন ইডির আধিকারিকরা।

অন্যদিকে একই অভিযোগ রয়েছে জোড়াসাঁকোর প্রার্থী বিবেক গুপ্তের বিরুদ্ধে। অভিযোগ, বিবেক যে সংবাদপত্রের প্রকাশক ছিলেন, তার সঙ্গে আর্থিক লেনদেন ছিল সারদার। এছাড়াও সুদীপ্ত সেনের সঙ্গে তাঁর কি চুক্তি হয়েছিল? তা জানতে বৃহস্পতিবার তাঁকে তলব করে ইডি। শুক্রবার তিনি সিজিও কমপ্লেক্সে হাজির হন।

তৃণমূল প্রার্থী মদন মিত্র জানিয়েছেন, এর আগেও যা যা সহযোগিতা করার তিনি করেছেন। আজকেও তাঁকে ডাকার পর তিনি উপস্থিত হয়েছেন।

একইসঙ্গে এর আগেও তলব করা হয়েছিল তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এবং শুভাপ্রসন্নকে। এর মধ্যে ইডির দফতরে হাজিরা দিয়েছেন কুণাল ঘোষ এবং শুভাপ্রসন্ন। কিন্তু উপস্থিত হননি পার্থ চট্টোপাধ্যায়।

তবে নির্বাচনের আগে ইডির তলব তৃণমূলের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

সম্পর্কিত পোস্ট