জেলায় প্রথম পৌরসভায় প্রবেশের আগে স্যানিটাইজ টানেল বসাল উত্তরপাড়া
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা গুলির মধ্যে প্রথম উত্তরপাড়া পৌরসভা অফিস ঢোকার মুখে আগত শহর বাসীর শরীর সানিটাইজ করার জন্য কয়েকটি টানেল বসাল।
এই টানেলের মধ্যে স্বয়ংক্রিয় মেশিন থাকবে এবং সেই স্বয়ংক্রিয় মেশিন থেকে সোডিয়াম হাইড্রোক্লোরাইড স্প্রে করা হবে সমস্ত মানুষের শরীরে।
আজ উত্তরপাড়া পৌরসভায় এই ব্যবস্থার সূচনা করলেন উত্তরপাড়া কোতরং পৌরসভার প্রধান দিলীপ যাদব।
আরও পড়ুনঃ জামুড়িয়ায় আহত আধিকারিকে ফোন মুখ্যমন্ত্রীর, পরামর্শ সাবধানতা অবলম্বনের
তিনি জানালেন “করোনার যে ভয়াবহ প্রভাব চলছে তা থেকে আমাদের শহরবাসীকে যাতে নিরাপদে রাখা যায় তার জন্য আমাদের পুরসভা অক্লান্ত চেষ্টা করে চলেছে। আমাদের পুরসভার ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা ইতিমধ্যে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করছেন হচ্ছে ইনফারেড থার্মোমিটারের সাহায্যে।আজ এই পুরসভা অটোমেটিক সানিটাইজ টানেল বসালাম। আমরা আজকের মধ্যেই এখানকার পুরসভা পরিচালিত যে হসপিটাল আছে মহামায়া তে সানিটাইজ টানেল ইনস্টল করছি। এছাড়া এখানকার কাঠালবাগান বাজারে প্রবেশ পথে আমরা প্রত্যেককে সানিটাইজ করার জন্য করার জন্য টানেল বসবো।“
তিনি আরও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যেভাবে হোক আমাদের রাজ্যবাসী স্বাস্থ্যের দিকে কঠোর ভাবে নজর দিতে হবে এবং এ ব্যাপারে পৌরসভা গুলিকে এগিয়ে আসতে হবে। তারই নির্দেশে উত্তরপাড়া পৌরসভা এই কাজটি করলো।