স্বাধীনতা দিবসের আগে ফের জঙ্গি হানা উপত্যকায়, নিহত ২ পুলিশ কর্মী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ স্বাধীনতা দিবসের প্রাক্কালে ফের উত্তপ্ত হয়ে উঠল উপত্যাকা। শ্রীনগরের কাছে নওগাঁমে পুলিশের টহলদারি কনভয়কে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালালো জঙ্গিরা।
জঙ্গিদের গুলিতে ঘটনাস্থলে গুরুতর আহত হন তিন পুলিশকর্মী। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় দুজন পুলিশ কর্মীর। অতর্কিতে এই হামলার বিষয়ে জম্মু-কাশ্মীর পুলিশের তরফে টুইটারে গোটা ঘটনাটি জানানো হয়েছে । যে এলাকায় এই হামলা হয়েছে সেই এলাকাটি ঘিরে রাখা হয়েছে।
#Terrorists fired #indiscriminately upon police party near #Nowgam Bypass. 03 police personnel injured. They were shifted to hospital for treatment where 02 among them attained #martyrdom. Area cordoned off. Further details shall follow. @JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) August 14, 2020
প্রসঙ্গত ১৫ আগস্ট উপলক্ষে গোটা দেশ কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। বাদ যায়নি জম্মু-কাশ্মীরে বাড়ানো হয়েছে নজরদারি তারই মধ্যে ফের হামলা চালালো জঙ্গিরা।
শুক্রবার সকালে যে তিনজন পুলিশ কর্মীর উপর হামলা করা হয়েছে তাদের মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এই ঘটনার পরই স্বাভাবিকভাবেই গোটা শ্রীনগর জুড়ে আরো কড়া সর্তকতা জারি করেছে প্রশাসন। জনবহুল স্থানগুলিতে বেশি করে চলছে তল্লাশি অভিযান।
অন্যদিকে, ১৫ অগাস্ট থেকে জম্মু-কাশ্মীরে ফোর জি ইন্টারনেট পরিষেবা চালু করার কথা সুপ্রিম কোর্টকে জানিয়েছিল কেন্দ্র।
তবে সন্ত্রাসবাদের কথা মাথায় রেখে লাইন অব কন্ট্রোল এলাকাগুলিতে এখনই ফোর জি পরিষেবা চালু করতে নারাজ কেন্দ্র। যে সমস্ত জায়গাগুলিতে জঙ্গিদের কার্যকলাপ একেবারে নিষিদ্ধ সেখানেই প্রাথমিকভাবে ফোর জি চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।
এরই মধ্যে উপরাজ্যপাল পদে জিসি মুর্মুকে বদল করে সেই পদে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহাকে আনা হয়।
সবমিলিয়ে স্বাধীনতা দিবসের আগে পুলিশের উপর জঙ্গিহানার ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন।