দ্বিতীয় দফার নির্বাচনের আগে জমাটি তরজা বিহারে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মঙ্গলবার বিহারে দ্বিতীয় দফার নির্বাচন। তার আগে পড়শি রাজ্যে ক্রমাগত বেড়ে চলেছে রাজনৈতিক উত্তাপ। একদিকে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে বিঁধতে পিছপা হচ্ছেন না মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যদব । অন্যদিকে নীতিশ কুমারকে ছেড়ে কথা বলছেন না এনডিএ জোটের শরিক লজপা প্রধান চিরাগ পাসোয়ানও। পাল্টা এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয় নীতিশ। সোমবার সকালেই টুইট করে বলেন, যারা উত্তরাধিকার সূত্রে রাজনীতিতে অবতীর্ণ হয়েছে, তাঁরা জানেনা বিহারে কি পরিবর্তন এসেছে।

এদিন টুইটারে কতগুলি খবরের কাগজের অংশ তুলে ধরে নীতিশ কুমার বলেন, যারা উত্তরাধিকার সূত্রে রাজনীতিতে অবতীর্ণ হয়েছে, তাঁদের কর্মবীরদের সংগ্রামের বিষয়ে কোনও ধারণা নেই। আমি বিহারের জন্য সবকিছু ত্যাগ করেছি। সেবাই আমার কাছে সবচেয়ে বড়ো ভক্তি।

 

অন্যদিকে এদিন সকালেই মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে কটাক্ষ করে লালু পুত্র তেজস্বী যাদব বলেন, বিহারে শিক্ষা, স্বাস্থ্য এবং আইনশৃঙ্খলা বিভাগে প্রচুর পদ খালি পড়ে রয়েছে। বিহারে প্রতি লাখ মানুষের জন্য ৭৭ জন করে পুলিশকর্মী নিয়োজিত রয়েছেন। মণিপুরে এর থেকে বেশী সংখ্যক পুলিশ প্রতি লক্ষ পিছু মানুষের নিরাপত্তার জন্য নিয়োগ করা হয়ে থাকে।

আমরা বিহারের জনগণের কাছে আবেদন জানাচ্ছি আমাদেরকে একটা সুযোগ দেওয়ার জন্য। গত ১৫ বছরে নীতিশ কুমার যা করতে পারেনি তা করে দেখানোর প্রতিশ্রুতি নিয়েছেন তেজস্বী। সেইসঙ্গে তেজস্বী আরও বলেন, বিহার থেকে নীতিশের বিদায়ের সময় এসে গিয়েছে। এবার বিহারে মহাজোটের সরকার ক্ষমতায় আসতে চলেছে।

এর আগে লজপা প্রধান চিরাগ পাসোয়ান এবং আরজেডি প্রধান তেজস্বী যাদবকে কটাক্ষ করে নীতিশ কুমার বলেন, ক্রিকেটার এবং অভিনেতা পাবলিসিটির জন্য রাজনীতিতে যোগদান করেছেন। একজন বর্ষীয়ান রাজনৈতিক দলের নেতা এরকম মন্তব্য কিভাবে করতে পারেন? সরাসরি প্রশ্ন তুলে ধরেছেন তেজস্বী। ক্রিকেট এবং সিনেমা জগত থেকে কেউ রাজনীতিতে আসতে পারেন না? তার মানে নীতিশ কুমার বলতে চাইছেন ডাক্তার-ইঞ্জিনিয়র কেউই রাজনীতিতে আসতে পারবেন না? পাল্টা প্রশ্ন তেজস্বীর।

অন্যদিকে বিহারের দুই পক্ষের নেতার বিরুদ্ধে সরব হয়েছেন লজপা প্রধান চিরাগ পাসোয়ান। কারণ এনডিএ শিবিরে থেকে বিজেপির সঙ্গে আঁতাত রাখলেও নীতিশের বিরুদ্ধে বহু আসনে প্রার্থী ঘোষণা করেছেন চিরাগ। চিরাগের মন্তব্য, নীতিশ কুমার এবং তেজস্বী দুজনেই বিহারের বিপর্যয়ের কারণ হতে পারে বলে জানিয়েছেন তিনি।

প্রয়াত রামবিলাস পুত্রের মন্তব্য, নীতিশ যদি কুঁয়ো হয় তাহলে তেজস্বী হল খাদ। বিজেপি এবং লজপা জোট বিহারে সরকার গঠন করবে, দাবী চিরাগের। কিন্তু এনডিএ জোটের মুখ্যমন্ত্রী পদের জন্য নীতিশ কুমারকে প্রথমে রেখেছে গেরুয়া শিবির। বিহারের মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচারে সেই বার্তাই স্পষ্ট।

 

অন্যদিকে রামবিলাস পাসোয়ানের মৃত্যু কি কারণে হয়েছে? তার সঠিক তদন্তের দাবীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন নীতিশ ঘনিষ্ঠ জীতেন রাম মাঞ্জির হিন্দুস্থানী আওয়ামি মোর্চা। এবিষয়ে পাল্টা চিরাগ বলেন, আমার বাবার মৃত্যু নিয়ে যারা এধরনের মন্তব্য করছেন তাঁদের লজ্জা থাকা দরকার। আমি নিজে জীতেন রাম মাঞ্জিকে ফোন করে বাবার শারীরিক অবস্থার কথা জানিয়েছি। উনি নিজে একবারও দেখা করতে আসেননি। মৃত ব্যক্তিকে নিয়ে এখন সবাই রাজনীতি করছে।

সব মিলিয়ে এই মুহুর্তে পড়শি রাজ্যের উত্তাপ এসে উপস্থিত হয়েছে বাংলাতেও। বিহারের সরকার গঠনের পরেই পুর্ব ভারতে এনডিএ শিবিরের অবস্থান একেবারে পরিষ্কার হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

সম্পর্কিত পোস্ট