শুভেন্দু অধিকারীর সভার আগে উত্তপ্ত নন্দীগ্রাম

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার নন্দীগ্রামের তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর মঙ্গলবার হেড়িয়ায় সভা করার কথা ছিল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। কিন্তু শুভেন্দু অধিকারীর সভার আগেই উত্তপ্ত হয়ে উঠল খেঁজুরি এবং কাঁথি ।

কাঁথি শহর সংলগ্ন এলাকায় বিজেপি সমর্থকদের বাস ভাঙচুর করা হয়। একইসঙ্গে জানা গিয়েছে আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী।

খেঁজুরিতে শুভেন্দু অধিকারীর সভার আগে হামলা। খেঁজুরি থেকে হেড়িয়া যাওয়ার পথে হামলা চালানো হয়। অভিযোগ তৃণমূলের দিকে। বিজেপির তরফে জানানো হয়েছে তাঁদের মণ্ডল সভাপতগই সহ কয়েকজন কর্মী আহত হয়েছেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দুই দলের সংঘর্ষ মেটাতে মোতায়েন হয়েছে বিরাট পুলিশ বাহিনী।

আরও পড়ুনঃ মঞ্চে দাঁড়িয়ে মাননীয়া কোম্পানির সিদ্ধান্ত ঘোষণা করে দিতে পারেন বিজেপিতে তা করা যায় নাঃ শুভেন্দু

উল্লেখ্য, সোমবার নন্দীগ্রামে জনসভা থেকেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করেন এবারের নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তিনিই। পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এবারের নির্বাচনে তৃণমূল সুপ্রিমোকে ৫০ হাজারের বেশী ভোটে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেবেন।

মঙ্গলবার সকাল থেকেই শুরু হয় দলনেত্রীর নামে পোস্টার লিখন। কিন্তু বেলা গড়াতেই ফের উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। তৃণমূল সরকার যত তাড়াতাড়ি যাবে ততো ভালো। দাবী বিজেপি নেতৃত্বের।

সম্পর্কিত পোস্ট