রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বড়সর রদ বদল তৃণমূলে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বড়সর রদ বদল তৃণমূলে। বদল হলো বেশ কিছু জেলার জেলা সভাপতি। তৈরি হলো ২১ জনের রাজ্য কমিটি। তুলে দেওয়া হল অবজারভার পদ।

পুরুলিয়া জেলার তৃণমূলের নতুন জেলা সভাপতি হলেন গুরুপদ টুডু।

বাঁকুড়া জেলার নতুন সভাপতি শ্যামল সাঁতরা।

কোচবিহারের নতুন সভাপতি পার্থ প্রতিম রায়।

ঝাড়গ্রামের নতুন জেলা সভাপতি দুলাল মুর্মু।

নদিয়ার নতুন জেলা সভাপতি মুহুয়া মৈত্র।

উত্তর 24 পরগনা জেলার চেয়ারম্যান হলেন নির্মল ঘোষ।

বীরভূম জেলার চেয়ারম্য়ান হলেন আশীষ ব্যানার্জী।

হাওড়া জেলার নতুন সভাপতি লক্ষীরতন শুক্লা।

হাওড়া গ্রামীনের জেলা সভাপতি পুলক রায়।

পূর্ব মেদিনীপুর জেলার চেয়ারম্যান শিশির অধিকারী।

পশ্চিম মেদিনীপুর জেলার সভপতি অজিত মাইতি।

দার্জিলিং জেলার চেয়ারম্যান করা হয়েছে পর্যটনমন্ত্রী গৌতম দেবকে।

রাজ্য তৃণমূল কংগ্ৰেসের সহ সভাপতি পদ পেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

রাজ্য কমিটিতে জায়গা করে নিলেন ছত্রধর মাহাত, চূড়ামণি মাহাত ও সুকুমার হাঁসদা, রাজীব বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিম, অমিত মিত্র, সৌগত রায়।

যুব তৃণমূল কংগ্রেসের নতুন তালিকা প্রকাশ

আগামী ২১ এর বিধানসভা নির্বাচনকে সামনে সামনে রেখে সাংগঠনিক কিছু বদল আনতে চেয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। পুরাতনদের সঙ্গে নতুনের সামঞ্জস্য রেখে দল নতুন সদস্যদের নাম ঘোষণা করা হল।

নতুন সদস্যদের টুইট করে শুভেচ্ছা জানালেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আলিপুরদুয়ার- প্রসেনজিৎ কর, কোচবিহার- অভিজিৎ দে ভৌমিক, জলপাইগুড়ি- সৈকত চট্টোপাধ্যায়, দার্জিলিং কুন্তল রায়, উত্তর দিনাজপুর- গৌতম পাল, দক্ষিণ দিনাজপুর- অম্বরিশ সরকার, মালদহ-প্রসেনজিত দাস,মুর্শিদাবাদ- ইমতিয়াজ কবির, কৃষ্ণনগর লোকসভা- জয়ন্ত সাহা, রানাঘাট লোকসভা- প্রসেনজিৎ মন্ডল,বীরভূম- বিধান চন্দ্র মাঝি,বাঁকুড়া লোকসভা- রাজু সিং, বিষ্ণুপুর লোকসভা- অর্চিতা বীদ, ঝাড়্গ্রাম- শান্তনু ঘোষ, পশ্চিম মেদিনীপুর-প্রসেনজিৎ চক্রবর্তী,পুর্ব মেদিনীপুর- পার্থ সারথী মাইতি, পূর্ব বর্ধমান-রাসবিহারী হালদার, পশ্চিম বর্ধমান- রূপেশ যাদব,পুরুলিয়া-সুশান্ত মাহাতো, কলকাতা উত্তর- অনিন্দ কিশোর রাউত,কলকাতা দক্ষিণ- বাপ্পাদিত্য দাশগুপ্ত,হাওড়া শদর- অনুপম ঘোষ,হাওড়া গ্রামীন- সুকান্ত পাল, হুগলী লোকসভা- সুমনা সরকার, শ্রীরামপুর লোকসভা- অরিন্দম গুই,

সম্পর্কিত পোস্ট