নির্বাচনের আগে পাপ্পু যাদবের দলে দুই প্রভাবশালী ব্যাক্তিত্বের যোগদান
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আরজেডি দল ছাড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মুনেশ্বর চৌধুরী। একইসঙ্গে শনিবার পাপ্পু যাদবের শিবিরে নান লেখালেন রাণী চৌবে। এদিন পাটনার সদর দফতরে যোগদান করেন তাঁরা।
গরখা বিধানসভা কেন্দ্র থেকে গতবার আরজেডির টিকিটে জয়লাভ করেন মনেশ্বর চৌধুরী। ২০১৫ থেকে ২০১৭ অবধি নীতিশ কুমারের কেবিনেট মন্ত্রী ছিলেন তিনি।
এর আগে ১৯৯০, ১৯৯৫ এবং ২০০০ সালে ওই কেন্দ্র থেকে জয়লাভ করেন প্রভাবশালী নেতা৷ বিহার নির্বাচনের আগে জন অধিকার পার্টি-লোকতান্ত্রিক (জেএপি-এল) দলে মুনেশ্বর চৌধুরী হাত মেলানোয় আরও শক্তিশালী হল পাপ্পু যাদবের দল।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ষীয়ান রাজনৈতিক নেতার মন্তব্য, আমি ৩৫ বছর ধরে লালু প্রসাদ যাদবের সঙ্গে ছিলাম। কিন্তু এখন আরজেডি দলে প্রভাবশালী ব্যক্তিত্বের ভিড় বাড়ছে। যার পয়সা এবং বাহুবল বেশী তাঁকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। তাই আরজেডি ছেড়ে জেএপি-এল যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/cid-seeks-to-implicate-manish-shukla-in-murder-explosive-allegations-by-bjp-mp-arjun-singh/
মনেশ্বর চৌধুরীর ঘনিষ্ঠ সুত্রের খবর, আগে থেকেই শোনা গিয়েছিল গোরখা কেন্দ্র থেকে এবার প্রার্থী হচ্ছেন না মনেশ্বর। সেই কারণেই দলবদলের সিদ্ধান্ত নেন তিনি। এবারের বিধানসভা নির্বাচনে জেএপি-এল এর টিকিটে গরখা বিধানসভা কেন্দ্র থেকে লড়বেন জনপ্রিয় নেতা৷
এদিন আরজেডি নেতার দল পরিবর্তনের সময় সদর দফতরে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক আখলাক আহমেদ, রাজ্যসভাপতি রঘুপতি সিং এবং রঘুবেন্দ্র খুশওয়াহা।
এছাড়াও শতাধিক সমর্থক সহ এদিন পাপ্পু যাদবের শিবিরে নাম লেখালেন রাণী চৌবে। শোনা যাচ্ছে, আসন্ন বিধানসভা নির্বাচনে ভাগলপুর বিধানসভা কেন্দ্র থেকে জেএপি-এলের টিকিটে প্রার্থী হবেন তিনি।