ভোটের আগে ফের সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে টার্গেট মমতার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে দিয়েছে মালদার মানুষ। দুটি আসনের একটিও তিনি পাননি। এবার মালদার মানুষকে ভোট দেওয়ার জন্য আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে রাজ্যে ফিরিয়ে আনতে হবে। একথা তিনি জানিয়েছেন।
শুধু তাই নয় বিজেপি কংগ্রেস ও সিপিএমকে একটি ভোট না দেওয়ার জন্য আবেদন করেন মুখ্যমন্ত্রী। মালদা ফজলি আমের জন্য বিখ্যাত সেই আম খেতে চেয়েছেন।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার মালদা থেকে আম ও আমসত্ত্ব দুটোই খেতে চান তিনি। মালদার মানুষকে ভোট দিতে অনুরোধ করেছেন৷ বিজেপি, কংগ্রেস ও সিপিএম জোট করে রয়েছে। তাদের ভোট না দিতে আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে বিজেপি জোর প্রচার চালাচ্ছে। এবার রাজ্যে ক্ষমতায় আসতে চাইছে গেরুয়া বাহিনী। লোকসভা ভোটে ১৮ টি আসন জিতেছিল বিজেপি। এবার তাদের মনোবল তুঙ্গে। উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একটিও আসন পাননি গত লোকসভা ভোটে।
মালদাতে দুটি আসনের একটি কংগ্রেস ও অন্যটি বিজেপি পেয়েছিল। তৃণমূলের প্রার্থী মৌসম বেনজির নূরও হেরে যান সেবার। পরে ফের রাজ্যসভায় প্রার্থী হয়ে তৃণমূলের সাংসদ হয়েছেন মৌসম। সে কথাও এদিন মঞ্চ থেকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
করোনার টিকাকরণ শেষ হলেই CAA কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে- ঠাকুরনগরে প্রত্যয়ী শাহ
বিজেপি সে সময় প্রচার করেছিল ভোটে জিতলে ১৫ লক্ষ টাকা করে একাউন্টে আসবে। কিন্তু একটা টাকাও মানুষ পায়নি। এলাকার উন্নয়ন হবে। এই কথা প্রচার করেছিল বিজেপি। কিন্তু গত লোকসভা ভোটের পর উত্তরবঙ্গে কি কি উন্নয়ন হয়েছে? সেই প্রশ্ন বারবার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মালদায় সংখ্যালঘু ভোটব্যাঙ্ক যথেষ্ট বেশি। এক সময় কংগ্রেসের দখলে এই ভোটব্যাঙ্ক ছিল। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে থাবা বসায়। গত লোকসভা নির্বাচনে বিজেপি যথেষ্ট বেশি ভোট বরকত গনি খানের জেলা থেকে তুলে নিয়ে গিয়েছে।
ভোটব্যাঙ্ককে জোড়াফুলের আওতায় আনতে এবার মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, আবেগতাড়িত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জেলার মানুষের কাছে ভোট চেয়েছেন। বাংলার অত্যন্ত আবেগের জায়গা মালদার আম। সেই আম খেতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।