সোমবার সকাল থেকেই খুলে গেলো বেলুড়মঠের দরজা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আজ সোমবার থেকে খুলে গেল বেলুড় মঠ। দীর্ঘ আড়াই মাস পর বেলুড় মঠ মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে। দেশে করোনা সংক্রমনের খবর প্রকাশ্যে আসতেই বেলুড়মঠ কর্তৃপক্ষ সাধারণ ভক্তদের জন্য মন্দিরের দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল।
এরপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। যদিও এখনো সংক্রমণ পুরোপুরি বন্ধ হয়নি দেশে। তবে দেশজুড়ে আনলক প্রক্রিয়া চলছে।তাই বেলুরমঠ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে কোভিড প্রটোকল মেনে মন্দির খোলার। এদিন সকাল ন’টায় ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হয়।
তবে তার অনেক আগে থেকেই ভক্তরা এসে ভিড় করতে থাকে। বেলুড় মঠ মন্দিরের বাইরের রাস্তায় ভক্তদের জন্য প্যান্ডেল করে সামাজিক দূরত্ব মেনে দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছে। সেখানে এসে প্রথমে লাইন দিয়ে দাঁড়াতে হবে ভক্তদের।
সেখানেই পুলিশকর্মীরা প্রথমে থার্মাল চেকআপ এবং স্যানিটেশনের কাজ করার পর ভক্তদের একে একে ভেতরে ঢুকতে দেওয়া হয়। সাধারণ ক্ষেত্রে বেলুরমঠ সকাল সাতটা থেকেই খোলা থাকতো ভক্তদের জন্য।
মুহুর্তের মধ্যে বদলে যাওয়া নতুন এক পৃথিবী ,ভালো থাকুন তারাদের দেশে…
কিন্তু কোভিড পরবর্তী পরিস্থিতিতে সাতটা নয়, সকালে ন’টা থেকে এগারোটা এবং বিকেলে চারটে থেকে ছটা দু’ঘণ্টা করে ভক্তরা বেলুড়মঠে প্রবেশ করতে পারবে।
বেলুরমঠ কর্তৃপক্ষ মন্দিরের ভিতরে প্রবেশের জন্য একাধিক নিয়মবিধি এদিন থেকে বেঁধে দিয়েছেন। প্রত্যেক ভক্তকেই মাস্ক পড়ে ভেতরে ঢুকতে হবে। মাস্ক ছাড়া কাউকেই মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না।
কমপক্ষে ছয় ফুটের দূরত্ব বজায় রেখে দশজন করে ভক্ত একবারে ঢুকতে পারবেন মন্দির চত্বরে। সঙ্গে কোনও বড় ব্যাগ নিয়ে আসা যাবেনা।
ভক্তরা যে ফুল বা ডালা নিয়ে আসবেন তা মূল মন্দিরের বাইরে বিশেষ বাক্সে প্রদান করতে হবে। ফুল বা ডালা নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাবে না। শুধু তাই নয়, এই মুহূর্তে মূল মন্দিরের ভিতরে বা মন্দির বাইরের চত্বরে বসে কেউ ধ্যান করতে পারবেন না।
মূল চারটি মন্দির এদিন ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে। নদীর ঘাট বা মন্দির লাগোয়া ময়দানেও কারও বসার জন্য অনুমতি নেই। এই অবস্থায় কোন ভক্ত চাইলে মন্দিরের ছবিও তুলতে পারবেন না। বা কোনও মহারাজের সঙ্গেও সাক্ষাৎ করতে পারবেন না।
এদিকে এদিন বেলুড়মঠ খুলে গেলেও বাগবাজার মায়ের বাড়ি বা উদ্বোধন কার্যালয় এখনই খুলছে না। জানা গিয়েছে আগামী ৩০ জুনের পর কবে ভক্তদের জন্য এই দুটি স্থান খোলা হবে তা জানানো হবে।